মা-ছেলের পর এবার রামেক ল্যাবের ইনচার্জ শামীম করোনা আক্রান্ত

নিজস্ব প্রতিবেদক :

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ল্যাবে মঙ্গলবার (২৩ জুন) আরো ৩৭ জনের করোনা ধরা পড়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন ল্যাবটির ইনচার্জ ডা. সাবেরা গুলনাহার। এর মধ্যে ল্যাবের ইনচার্জ (টেকিনিশিয়ান) শামীম আক্তার নিজেও করোনা হয়েছেন। 

তিনি জানান, মঙ্গলবার ল্যাবটিতে দুই সিফটে মোট ১৮৭ জনের নমুনা পরীক্ষার ফল পাওয়া গেছে। এদের মধ্যে রাজাশাহী মহানগরীর ৬জন ও পাবনার ৩১জন করোনা পজিটিভ। এ নিয়ে রাজশাহী নগরীতে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়ালো ১৭৭ জনে।

আজ আক্রান্তদের মধ্যে রাজশাহী মেডিকেল কলেজের করোনা ল্যাবের ইনচার্জ শামীম আখতারও রয়েছেন বলে নিশ্চিত হওয়া গেছে। এর আগে তার বৃদ্ধ  মা ও শিশু সন্তান করোনা শনাক্ত হয়েছিল। শামীমের বাড়ি চাঁপাইনবাবগঞ্জের নাচোলে হলেও তারা স্বপরিবারে থাকেন রাজশাহী নগরীতে।

এদিকে শেষ খবর পাওয়া পর্যন্ত রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের দ্বিতীয় ল্যাবটিতে পরীক্ষা চলছিলো।
স/আর