মায়ের একটি ফোন আর সিরাজের ৫ উইকেট

পারিবারিক করুণ পরিস্থিতির মাঝে জাতীয় দলে অভিযান শুরু হয়েছিল ভারতীয় পেসার মোহাম্মদ সিরাজের। অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ শুরুর আগেই বাবাকে হারান। বায়ো বাবলের মধ্যে থাকায় বাবার শেষকৃত্যে অংশ গ্রহণ করতে পারেননি। বাবা অটো চালিয়ে দিনের পর দিন কষ্ট করে স্বপ্ন দেখেছিলেন ছেলে জাতীয় দলে খেলবে। বাবার সেই ইচ্ছা পূরণ করতেই সিরাজ বুকে পাথর বেঁধে ছিলেন। ব্রিসবেনে চলতি টেস্টে তিনি ৫ উইকেট নিয়ে অনন্য রেকর্ড গড়েছেন।

চোট আঘাতে জর্জরিত ভারতীয় জাতীয় ক্রিকেট দলে একাধিক তারকা পেসারের অনুপস্থিতিতে ব্রিসবেন টেস্টে ভারতীয় বোলিং অ্যাটাককে নেতৃত্ব দিচ্ছেন সিরাজ। অথচ মাত্র দুই টেস্ট আগেই মেলবোর্নে তার অভিষেক হয়েছিল। এখন তিনিই ভারতের ‘সিনিয়র’ পেসার। সেই সিরাজ জানালেন বাবার অনুপস্থিতিতে মায়ের প্রেরণাতেই তিনি ৭৩ রানে ৫ উইকেট শিকারের আত্মবিশ্বাস পেয়েছিলেন। লাবুশানে, স্টিভ স্মিথ, ম্যাথু ওয়েডের মতো প্রথম সারির অজি ব্যাটসম্যানদের তিনি প্যাভিলিয়নের পথ দেখিয়েছেন।

বলা বাহুল্য যে, সিরাজের ছোট্ট টেস্ট ক্যারিয়ারে এটাই প্রথম পাঁচ উইকেট। যা নিয়ে সবাই উচ্ছ্বসিত। বৃষ্টিবিঘ্নিত ব্রিসবেন টেস্টের ফলাফল নির্ধারিত হবে আগামীকাল মঙ্গলবার। রেকর্ড গড়ার শুভ লগ্নে সিরাজ গণমাধ্যমকে জানান, ‘বাবাকে হারানোর পর থেকে আমরা এক কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছি। মায়ের সঙ্গে কথা বলার পর নিজের আত্মবিশ্বাস ফিরে পাই। তখন বাবার শেষ ইচ্ছা পূরণ করাটাই আমার লক্ষ্য হয়ে দাঁড়ায়। ৫ উইকেট নিতে পেরে খুব ভালো লাগছে।’

 

সুত্রঃ কালের কণ্ঠ