মাস্ক ব্যবহার না করায় বাগাতিপাড়ায় ১১জনের অর্থদণ্ড

বাগাতিপাড়া প্রতিনিধিঃ

নাটোরের বাগাতিপাড়ায় করোনা ভাইরাস সংক্রমন রোধে সরকারের নির্দেশিত মাস্ক ব্যবহার না করায় ১১ জনকে অর্থদণ্ড দিয়েছে ভ্রাম্যামান আদালত। বৃহস্পতিবার দুপুরে উপজেলা চত্ত্বরে নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও ইউএনও প্রিয়াংকা দেবী পালের ভ্রাম্যমান আদালত এ আদেশ দেন।

ইউএনও কার্যালয় সূত্রে জানা গেছে, দেশে চলমান করোনা সংক্রমনরোধে উপজেলার বিভিন্ন হাট বাজার ও জনসমাগমস্থলে উপজেলা প্রশাসনের নিয়মিত ভ্রাম্যমান আদালত পরিচালিত হচ্ছে। স্বাস্থ্যবিধি প্রতিপালন নিশ্চিত করতে সামাজিক দূরত্ব বজায় রাখা ও মাস্কের ব্যবহারের নির্দেশ পালনে ভ্রাম্যমান আদালতের অভিযান অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় এক অভিযান চালিয়ে মাস্ক ব্যবহার না করায় ১১ জনকে ৮শ’ টাকা অর্থদণ্ড দেন ভ্রাম্যমান আদালত।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রিয়াংকা দেবী পাল বলেন, করোনা সংক্রমনরোধে জনসাধারণের স্বাস্থ্যবিধি মানতে ভ্রাম্যমান আদালতের অভিযান অব্যহত থাকবে।

স/অ