শুক্রবার , ৩১ মে ২০২৪ | ১৪ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরি
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

‘মার্টিনেজ একটা পাগল, প্রতিপক্ষ হিসেবে অসহ্যকর’

Paris
মে ৩১, ২০২৪ ১২:৫৯ অপরাহ্ণ

স্পোর্টস ডেস্ক:
অ্যাস্টন ভিলায় খেলেন এমিলিয়ানো মার্টিনেজ আর রোমেরো খেলেন টটেনহ্যামে। প্রিমিয়ার লিগে দুইজন ভিন্ন ভিন্ন দলে খেললেও এবার অপেক্ষায় আছেন জাতীয় দলের হয়ে মাঠে নামার। তার আগে এমিলিয়ানো সম্পর্কে নিজের অভিব্যক্তি প্রকাশ করেছেন রোমেরো।

আর্জেন্টাইন সংবাদমাধ্যম ডিস্পোর্তসকে দেওয়া সাক্ষাৎকারে রোমেরো বলেন, ‘দিবু (মার্টিনেজ) তো একটা পাগল। প্রতিপক্ষ হিসেবে অসহ্যকর। এই মুহূর্তে নিজের সেরা সময় কাটাচ্ছে। আর্জেন্টাইন হিসেবে ব্যাপারটা উপভোগ করি। সে এমন একজন মানুষ, যে নিচ থেকে উঠে এসে এখন বিশ্বসেরা গোলকিপার। দেখতে ভালো লাগে। মানুষ হিসেবেও অসাধারণ।’

২০২১ ও ২০২২ এ কোপা আমেরিকা, ফিনালিসিমা ও বিশ্বকাপজয়ী দলের সদস্য এমিলিয়ানো ও রোমেরো। যে দলের প্রাণভোমরা লিওনেল মেসি। আর্জেন্টাই সুপারস্টারের হাতে ট্রফি দেখা রোমেরোর কাছে অন্যতম চমৎকার দৃশ্য। মেসি যতদিন খেলবেন, তত দিনই উপভোগ করে যেতে চান রোমেরো।

মেসির বিষয়ে রোমেরো বলেন, ‘সে (মেসি) তার চমৎকার ক্যারিয়ারে যে ট্রফিগুলো মিস করছিল, সেগুলো অর্জনে আমরা অংশ ছিলাম। তার হাতে ট্রফি তুলতে দেখাটা ছিল আরও বেশি চমৎকার। সে যত দিন থাকবে, তত দিনই আমরা উপভোগ করব।’

সম্প্রতি ম্যানচেস্টার সিটিকে হারিয়ে এফএ কাপের শিরোপা জিতেছে ম্যানচেস্টার ইউনাইটেড। যে দলের অন্যতম সদস্য লিসান্দ্রো মার্টিনেজ। চোট কাটিয়ে দলে ফেরা এ ডিফেন্ডার ম্যানইউর শিরোপা জেতার পেছনে রেখেছেন দারুণ অবদান। জাতীয় দলের সতীর্থের প্রশংসা করতে ভোলেননি রোমেরো।

তিনি বলেন, ‘সে (লিসান্দ্রো) বারবার চোটে পড়েছে, তবে হাল ছাড়েনি। মাঠে ফিরে দারুণ খেলেছে। ম্যানচেস্টার ইউনাইটেডে ওর মতো খেলোয়াড় নেই।’

 

সর্বশেষ - খেলা