মার্কিন বাহিনীর ৪৬তম কমান্ডার ইন চিফ বাইডেন

মার্কিন বাহিনীর ৪৬তম কমান্ডার ইন চিফ হিসেবে যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেনের নাম ঘোষণা করা হয়েছে।

মঙ্গলবার যুক্তরাষ্ট্রের জয়েন্ট চিফ অব স্টাফের এক বার্তায় তার নাম ঘোষণা করা হয়। এতে বলা হয়েছে– আগামী ২০ জানুয়ারি থেকে সংবিধান অনুযায়ী শপথগ্রহণের মাধ্যমে তার ওপর এ দায়িত্ব ন্যস্ত হবে।

এতে আরও বলা হয়, মার্কিন পার্লামেন্ট ভবন ইউএস ক্যাপিটলে উগ্র ট্রাম্প সমর্থকদের তাণ্ডবকে দেশটির পার্লামেন্ট ও সংবিধানের ওপর প্রত্যক্ষ আঘাত হিসেবে বিবেচনা করা হচ্ছে।

জয়েন্ট চিফস চেয়ারম্যান জেনারেল মার্ক মিলি এবং অন্যান্য জয়েন্ট চিফ এই বার্তায় স্বাক্ষর করেন। তারা বলেন, ক্যাপিটল ভবনে সেদিন যা ঘটেছে তা আইনের শাসনের সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়।

গত বুধবার ইউএস ক্যাপিটলে ট্রাম্প সমর্থকদের তাণ্ডবের এক সপ্তাহের মাথায় মঙ্গলবার দেশটির সশস্ত্র বাহিনীর পক্ষ থেকে এমন বার্তা দেওয়া হয়।

সেদিনের তাণ্ডবে পাঁচজন নিহত এবং আরও অনেকে আহত হয়েছেন। ওই ঘটনায় এখন অভিশংসনের মুখে রয়েছেন ট্রাম্প।

 

সুত্রঃ যুগান্তর