মারামারি করায় জিমি এক ম্যাচ নিষিদ্ধ

বাংলাদেশের ঘরোয়া হকি লিগে মারামারি নতুন কোনো ঘটনা নয়। হকিস্টিক নিয়ে দুই দলের মাঝে হরহামেশাই সংঘর্ষ হয়। চলতি ক্লাব কাপে গত সোমবার পুলিশ এফসির বিপক্ষে মোহামেডানের ৪-১ গোলে জয়ের ম্যাচে মারামারিতে জড়ান মোহামেডান স্পোর্টিং ক্লাবের হকি তারকা রাসেল মাহমুদ জিমি। এবার সেই কাণ্ডের ফল তাকে ভোগ করতে হচ্ছে।

জিমির বিরুদ্ধে অভিযোগ, ওই ম্যাচটিতে তিনি রেফারির সঙ্গে দুর্ব্যবহার করেছেন। তাছাড়া প্রতিপক্ষ গোলরক্ষক কাঞ্চন মিয়াকে ধাক্কা দিয়েছেন। পুলিশ এফসি দলের কর্মকর্তাদের সঙ্গেও তর্ক করেছেন। খেলার মাঠে এই সব অখেলোয়াড়সুলভ আচরণের জন্য জিমিকে এক ম্যাচ নিষিদ্ধ করেছে হকি ফেডারেশন। একইসঙ্গে তাকে ৫০ হাজার টাকা জরিমানাও করা হয়েছে।

এই নিষেধাজ্ঞার ফলে আগামী ১৪ অক্টোবর ক্লাব কাপ হকির সেমি-ফাইনালে খেলতে পারবেন না জিমি। হকি ফেডারেশনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোহাম্মদ ইউসুফ বলেন, ‘প্রধানমন্ত্রী হকিকে টাকা দিয়েছেন। আর্থিক অবস্থার বিবেচনায় ক্লাবগুলোকে বিভিন্ন অঙ্কের অর্থ দেওয়া হয়েছে। কিন্তু কেউ যদি হকির স্বার্থ বিরোধী কিছু করে, সেটা মেনে নেওয়া হবে না।’

 

সূত্রঃ কালের কণ্ঠ