শুক্রবার , ১৫ মার্চ ২০২৪ | ১৬ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরি
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

মারকুটে জুটি গড়ে ফিরলেন শান্ত

Paris
মার্চ ১৫, ২০২৪ ৪:০০ অপরাহ্ণ

 

স্পোর্টস ডেস্ক :

টানা দ্বিতীয় ম্যাচে আত্মবিশ্বাসের সঙ্গে খেলছিলেন নাজমুল হোসেন শান্ত। আগের ম্যাচের সেঞ্চুরিয়ান এবার পৌঁছে গিয়েছিলেন হাফসেঞ্চুরির দোরগোড়ায়। কিন্তু ফিফটি পাওয়া হয়নি তার। আউট হয়ে গেছেন ৪০ করে।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ১৩.৩ ওভারে বাংলাদেশের রান ২ উইকেটে ৮৩। ৩৩ রান নিয়ে উইকেটে আছেন সৌম্য সরকার, তাওহিদ হৃদয় অপরাজিত ৫ রানে।

আজ জিততে পারলেই এক ম্যাচ হাতে রেখে সিরিজ নিশ্চিত করবে নাজমুল হোসেন শান্তর দল। গুরুত্বপূর্ণ এই ম্যাচে টসভাগ্য বাংলাদেশের হয়নি। প্রথম ওয়ানডের মতোই টস হেরেছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। শ্রীলঙ্কার অধিনায়ক কুশল মেন্ডিস প্রথমে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠিয়েছেন।

লিটন দাস আগের ম্যাচে আউট হয়েছিলেন প্রথম বলেই। গোল্ডেন ডাক দিয়ে ওয়ানডে সিরিজ শুরু করা এই ওপেনার দ্বিতীয় ম্যাচে আবারও শূন্য রানেই সাজঘরে ফিরলেন। এবার খেলেছেন ৩ বল।

লঙ্কান পেসার দিলশান মাদুশঙ্কার করা প্রথম ওভারে স্কয়ার লেগে সহজ ক্যাচ তুলে দেন লিটন। দলের খাতায় কোনো রান যোগ না হতেই প্রথম উইকেট হারায় বাংলাদেশ।

সেখান থেকে নাজমুল হোসেন শান্ত আর সৌম্য সরকারের ৭২ বলে ৭৫ রানের জুটি। আগের ম্যাচে সেঞ্চুরি করা শান্ত আজও বেশ আত্মবিশ্বাসের সঙ্গে খেলছিলেন। কিন্তু মাদুশঙ্কার দুর্দান্ত এক ডেলিভারিতে ফিরতে হয় তাকে। সুইং করে বেরিয়ে যাওয়া বল ব্যাটে লেগে চলে যায় উইকেটরক্ষকের হাতে। ৩৯ বলে ৬ বাউন্ডারিতে শান্ত করেন ৪০ রান।

সর্বশেষ - খেলা