মান অভিমানের মাইলফলক

দীপ্ত টিভিতে প্রচার চলতি ধারাবাহিক নাটক ‘মান অভিমান’ ২১ অক্টোবর ৫০০ পর্বে পদার্পণ করবে। এ উপলক্ষে এক সংবাদ সম্মেলনের আয়োজন করে টিভি চ্যানেলটি।

বিখ্যাত লেখক জেন অস্টেনের জনপ্রিয় উপন্যাস ‘প্রাইড অ্যান্ড প্রেজুডিস’-এর অনুপ্রেরণায় মান অভিমান নাটকটির চিত্রনাট্য করেছেন নাসিমুল হাসান এবং সংলাপ লিখেছেন সরোয়ার সৈকত।

আশিস রায়ের পরিচালনায় নাটকটিতে অভিনয় করেছেন রোজী সিদ্দিকী, তোফা হাসান, সমাপ্তি মাশুক, ইফফাত আরা তিথি, শিবলী নওমান, সানজিদা ইপসা, ইমিলা হকসহ অনেকে।

২০১৯ সালের ৫ জানুয়ারি নাটকটি দীপ্ত টিভিতে প্রথম প্রচার শুরু হয়। নাটকটি শুরু থেকেই নাট্যামোদী দর্শকের মাঝে তুমুল জনপ্রিয়তা অর্জন করে এবং এখন পর্যন্ত জনপ্রিয়তা ধরে রেখেছে।

এ নাটকটির গল্প মধ্যবিত্ত পরিবারের পাঁচজন মেয়েকে নিয়ে আবর্তিত হয়েছে। নাটকটি দীপ্ত টিভিতে প্রচার হচ্ছে শনি থেকে শুক্রবার প্রতিদিন সন্ধ্যা ৭টায়।

 

সূত্রঃ যুগান্তর