শুক্রবার , ২৯ এপ্রিল ২০২২ | ৭ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরীর খবর
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

মান্নানের চলে যাওয়া রাজনীতিতে শূন্যতা তৈরি করেছে: ফখরুল

নিউজ ডেস্ক
এপ্রিল ২৯, ২০২২ ১২:২১ অপরাহ্ণ

সিল্কসিটিনিউজ ডেস্কঃ

বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক আব্দুল মান্নানের মৃত্যু রাজনীতিতে শূন্যতার তৈরি করেছে বলে মন্তব্য করেছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শুক্রবার (২৯ এপ্রিল) সকালে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আব্দুল মান্নানের জানাজার নামাজে অংশ নেওয়ার আগে তিনি এ মন্তব্য করেন।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, মান্নান সত্যিকারের তৃণমূলের নেতা। জনগণের নেতা। তার মৃত্যুতে গাজীপুরের রাজনীতিতে শূন্যতা সৃষ্টি হলো।

jagonews24

বর্তমান সরকারের সমালোচনা করে বিএনপি মহাসচিব বলেন, ফ্যাসিবাদের আগ্রাসনে মানুষের জীবন যখন দুর্বিষহ, তখন এম এ মান্নানের চলে যাওয়া সামগ্রিক রাজনীতিতে শূন্যতা সৃষ্টি করলো। শুধু গাজীপুরের নয়, সারাদেশের রাজনীতিতে তিনি গুরুত্বপূর্ণ ছিলেন।

বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শায়রুল কবির খান বলেন, গাজীপুর জয়দেবপুর রাজবাড়ী মাঠে জুমার নামাজের পর আব্দুল মান্নানের জানাজা হবে। জানাজা শেষে সালনা পারিবারিক কবরস্থানে বাবা-মা ও স্ত্রীর কবরের পাশে তাকে দাফন করা হবে।

 

সূত্রঃ জাগো নিউজ

সর্বশেষ - রাজশাহীর খবর