মান্দায় ৮১ কেজি গাঁজাসহ ২ মাদক কারবারি আটক

নিজস্ব প্রতিবেদক, নওগাঁ:

নওগাঁর মান্দায় ৮১ কেজি গাঁজাসহ ২ মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব-৫। উদ্ধারকৃত গাঁজার আনুমানিক মূল্য সাড়ে ৩২ লাখ টাকা।

আটককৃতরা হলেন, কুমিল্লা জেলার উত্তর গ্রামের আনোয়ার হোসেনের ছেলে সোহেল রানা (৩৯) এবং একই জেলার বি পাড়া গ্রামের মোসলেমের ছেলে মিজানুর রহমান মিজান (৩০)।

রাজশাহী ক্যাম্পের কোম্পানী কমান্ডার (সিপিএসসি) অতিরিক্ত পুলিশ সুপার এটিএম মাইনুল ইসলাম জানান, মঙ্গলবার (৩০ জুন) সন্ধ্যায় মান্দা উপজেলার নওগাঁ-রাজশাহী মহাসড়কের ফেরীঘাট নামক স্থানে অভিযান চালায়। এসময় গাঁজাসহ তাদেরকে আটক করা হয়েছে। আর গাঁজা বহনের কাজে ব্যাবহৃত একটি প্রাইভেট কার (ঢাকা মেট্রো খ ১২-৫৪৫২) ৩টি মোবাইল সেট, নগদ ১৪ হাজার টাকা জব্দ করা হয়েছে। উদ্ধারকৃত গাঁজার আনুমানিক মূল্য ৩২ লক্ষ ৫০ হাজার টাকা।

মান্দা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) তারেকুর রহমান সরকার জানান, র‌্যাব আটককৃতদের মান্দা থানায় সোপার্দ করেছে। তিনি বলেন, আটককৃতদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। আগামীকাল বুধবার আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হবে।