বৃহস্পতিবার , ২৪ জানুয়ারি ২০১৯ | ২৮শে জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরি
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

মাদারীপুরে কদমবাড়ি ইউনিয়নের সাবেক সদস্য খুন

Paris
জানুয়ারি ২৪, ২০১৯ ৩:০৭ অপরাহ্ণ

সিল্কসিটিনিউজ ডেস্ক:

মাদারীপুরের রাজৈর উপজেলার কদমবাড়ি ইউনিয়নের সাবেক সদস্য যুধিষ্টির বসুকে (৫২) কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার (২৩ জানুয়ারি) রাতে ইউনিয়নের মৃধাবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে। রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল মোর্শেদ বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ, এলাকাবাসী ও পারিবারিক সূত্র জানায়, যুধিষ্টির বসু বুধবার রাতে বাড়ির পাশে মুরগির খামার দেখতে যান। তারপর বাড়ি ফিরে ঘুমিয়ে পড়েন। বৃহস্পতিবার ভোরে স্বামীকে ঘরে না দেখে খোঁজাখুঁজি শুরু করেন তার স্ত্রী। পরে মুরগির খামারের পাশে তার লাশ পাওয়া যায়।

নিহত যুধিষ্টিরের ছেলে রনি বসু বলেন, ‘আমাদের বাড়ির পাশের একটি জমি নিয়ে মামলা চলে আসছিল। মামলার রায় আমাদের পক্ষে আসায় প্রতিপক্ষরা বাবার প্রতি ক্ষিপ্ত ছিল। তারাই এ ঘটনা ঘটাতে পারে।’

মাদারীপুরের রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল মোর্শেদ জানান, নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের পর আইনি ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ - জাতীয়