সোমবার , ৭ সেপ্টেম্বর ২০২০ | ১৩ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরি
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানে করোনায় বড়সড় ৩টি ধাক্কা খেয়ে বেসামাল ভারত!

Paris
সেপ্টেম্বর ৭, ২০২০ ৯:৩৯ পূর্বাহ্ণ

ভারতে আরও বিধ্বংসী রূপ নিয়েছে প্রাণঘাতী করোনাভাইরাস। মাত্র কয়েক ঘণ্টার মধ্যে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম জনসংখ্যার এই দেশটিকে বড়সড় তিনটি ধাক্কা দিল এই মহামারী।

ব্রাজিলকে পেরিয়ে রবিবার রাতেই করোনা সংক্রমণের বিশ্ব-তালিকার দ্বিতীয় স্থানে উঠে এসেছে ভারত।

রাত পোহাতেই ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় জানাল, গত ২৪ ঘণ্টায় দেশটিতে সংক্রমিতের সংখ্যা ৯০ হাজার পেরিয়েছে!

আর সোমবার সকালেই বেঙ্গালুরুর একটি হাসপাতাল জানাল, সুস্থ হওয়ার পরও ফের করোনার সংক্রমণ ধরা পড়তে শুরু করেছে। দ্বিতীয় বার সংক্রমিত হওয়ার ঘটনাও সামনে আসতে শুরু করেছে।

ভারতে দৈনিক এক লাখ সংক্রমণ যে হতে পারে, করোনা-পর্ব শুরুর পর সেই আশঙ্কা করেছিলেন বিশেষজ্ঞদের একাংশ। আজকের পরিসংখ্যানের সৌজন্যে ওই ভবিষ্যদ্বাণী আর অসম্ভব মনে হচ্ছে না। সরকারি হিসাবে মৃতের সংখ্যা হাজার পেরোচ্ছে প্রায় প্রতিদিনই।

‘ওয়ার্ল্ডওমিটার্স’-এর হিসাাবে ভারতে কোভিডে মোট মৃত্যু ৭১ হাজার পেরিয়ে গিয়েছে। আন্তর্জাতিক ওই সমীক্ষা অনুযায়ী, দেশটিতে সংক্রমিতের সংখ্যা ৪২ লাখ পেরিয়েছে।

যদিও স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিবৃতির শিরোনামে অবশ্য সুস্থতার রেকর্ডের কথাই রয়েছে। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের বক্তব্য, পরপর দু’দিন গোটা দেশে ৭০ হাজারের বেশি কোভিড রোগী (গত ২৪ ঘণ্টায় ৭৩ হাজারের বেশি) সেরে উঠেছেন। সুস্থতার হার পৌঁছেছে ৭৭.৩২ শতাংশে। অ্যাক্টিভ রোগী যেখানে ৮.৬২ লাখ, সেখানে সুস্থের সংখ্যা ৩২ লাখের কাছাকাছি— প্রায় চার গুণ। মৃত্যুহার ১.৭২ শতাংশে নেমেছে। মোট সংক্রমিতের মাত্র ২০.৯৬ শতাংশ এখন অ্যাক্টিভ রোগী।

 

সূত্রঃ বাংলাদেশ প্রতিদিন

সর্বশেষ - আন্তর্জাতিক