মাও সেতুং-এর জন্মদিন

সিল্কসিটিনিউজ  ডেস্ক:

আজকের দিনে জন্মগ্রহণকারী মেধাবী ব্যক্তিদের মধ্যে মাও সেতুং রয়েছেন, যিনি চীনা বিপ্লবী মার্কসবাদী তাত্ত্বিক ও রাজনৈতিক নেতা ছিলেন। ১৮৯৩ সালের আজকের এই দিনে কৃষক পরিবারে জন্মগ্রহণ করেন এই মকর রাশির জাতক। চীনের কমিউনিস্ট পার্টি প্রতিষ্ঠা করেন পৃথিবীর অন্যতম এই শ্রেষ্ঠ মার্কসবাদী।

মাও সে তুংয়ের নেতৃত্বে চীনা কমিউনিস্ট পার্টি দীর্ঘকালব্যাপী যুদ্ধের মধ্য দিয়ে রাষ্ট্রক্ষমতা দখল করে। চীনে মাও সে তুংয়ের বিপ্লবের প্রধান শক্তি ছিল তাঁর বিশাল কৃষক সৈনিক বাহিনী। ১৯৪৯ সালে সমাজতন্ত্রী চীনের প্রতিষ্ঠার পর থেকে ১৯৭৬ সালে মৃত্যুর আগ পর্যন্ত মাও সে তুং চীন শাসন করেন। মার্কসবাদ-লেনিনবাদে মাও সে তুংয়ের তাত্ত্বিক অবদান, সমর কৌশল ও তাঁর কমিউনিজমের নীতি এখন একত্রে মাওবাদ নামে পরিচিত।

 

মাও সেতুংয়ের চার স্ত্রী আর তাঁদের মোট সন্তানের সংখ্যা ছিল ১০। ৯ সেপ্টেম্বর ১৯৭৬ সালে মৃত্যুবরণ করেন তিনি।

আজকের দিনে হেনরি মিলারও জন্মগ্রহণ করেছিলেন।

সূত্র: এনটিভি