মাইন বিস্ফোরণে কাশ্মীরে ২ ভারতীয় সেনা নিহত

সিল্কসিটি নিউজ ডেস্ক:

ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখায় স্থলমাইন বিস্ফোরণে ভারতীয় সেনাবাহিনীর দুই সদস্য নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন।

অঞ্চলটির নওশেরা-সুনদেরবানি সেক্টরে এ ঘটনাটি ঘটেছে বলে এনডিটিভি জানিয়েছে।

কর্মকর্তারা এনডিটিভিকে জানিয়েছেন, নিয়ন্ত্রণ রেখার কাছে সেনাবাহিনীর একটি টহল দল পেতে রাখা স্থলমাইনের ওপর পা দিলে সেটি বিস্ফোরিত হয়, এতে কর্মকর্তা ও সৈন্যরা নিহত হন।

আহত সৈন্যদের নিকটবর্তী সামরিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে দুই জনের অবস্থা সঙ্কটজনক বলে জানা গেছে।

বার্তা সংস্থা পিটিআইয়ের প্রতিবেদনে দেওয়া উদ্ধৃতিতে কর্মকর্তারা জানিয়েছেন, বিস্ফোরণটি যে এলাকায় ঘটেছে সেখানে ভারতীয় সেনাবাহিনী নিয়ন্ত্রণ রেখা বরাবর অনুপ্রবেশ ঠেকাতে বহু মাইন পেতে রেখেছে।

রাজৌরি জেলার নওশেরা সেক্টর, যা জম্মুর পিরপাঞ্জাল রেঞ্জের অংশ, গত তিন সপ্তাহ ধরে এখানে ভারতীয় সেনাবাহিনী বিচ্ছিন্নতাবাদীদের বিরুদ্ধে অভিযান চালাচ্ছে।

বিচ্ছিন্নতাবাদীরা পুঞ্চের বনাঞ্চলে লুকিয়ে আছে বলে ধারণা তাদের। কিন্তু বিচ্ছিন্নতাবাদীদের সঙ্গে গোলাগুলিতে এ পর্যন্ত দুই কর্মকর্তাসহ নয় সৈন্য নিহত হলেও সাফল্যের মুখ দেখেনি অভিযানটি।

গত ১৮ বছরের মধ্যে এই অঞ্চলে এটি সবচেয়ে দীর্ঘ সময় ধরে চলা বিচ্ছিন্নতাবাদবিরোধী অভিযান।

সূত্র:যুগান্তর