সোমবার , ১৫ নভেম্বর ২০২১ | ১২ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরি
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

মহিষ দুধ না দেওয়ার পুলিশের কাছে অভিযোগ

Paris
নভেম্বর ১৫, ২০২১ ১০:৫৬ পূর্বাহ্ণ

ভারতের মধ্যপ্রদেশে দুধ না দেওয়ায় নিজ খামারের মহিষ নিয়ে থানায় হাজির হন ভারতের মধ্যপ্রদেশের এক কৃষক। অভিযোগ করেন পশুটিকে জাদুটোন করা হয়েছে। তাই সে দুধ দিচ্ছে না। দেশটির বিন্দ জেলার এক পুলিশ কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন।

ডেইলি ইন্ডিয়ার খবরে বলা হয়েছে, ভারতের মধ্যপ্রদেশের ভিন্দে এলাকার এক কৃষক নিজের এক মহিষ দুধ দিচ্ছে না বলে স্থানীয় থানায় অভিযোগ দায়ের করেন। তার দাবি, মহিষটিকে জাদুটোনা করা হতে পারে বলে তাকে বলেছেন কয়েকজন গ্রামবাসী। অভিযোগ দায়েরের চার ঘণ্টা পর ওই কৃষক মহিষটিকে নিয়ে থানায় এসে পুলিশের সহায়তা চান।

এ ব্যাপারে ডিএসপি অরবিন্দ শাহ জানান, বাবুলাল জাটভ নামে এক গ্রামবাসী শনিবার নয়াগাঁও থানায় অভিযোগ জানিয়েছেন যে তার মহিষ গত কয়েকদিন ধরে দুধ দিচ্ছে না। বাবুলাল আরও জানায়, অন্যান্য গ্রামবাসীরা তাকে বলেছেন যে মহিষটিকে হয়ত জাদুবিদ্যার মাধ্যমে প্রভাবিত করা হয়েছে।

তিনি আরও বলেন, আমি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে বলেছিলাম কোনো পশু চিকিৎসককে নিয়ে ওই গ্রামবাসীকে সাহায্য করতে। পরে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ব্যবস্থা নেওয়ার পর রবিবার সকাল থেকে আবার মহিষটি দুধ দিতে শুরু করেছে। এতে খুশি হয়ে কৃষক থানায় এসে পুলিশকে ধন্যবাদ জানিয়েছেন।

 

সূত্রঃ বাংলাদেশ প্রতিদিন

সর্বশেষ - আন্তর্জাতিক