‘মহাশক্তি’ হিসেবে এক হয়ে কাজ করবে চীন-রাশিয়া : শি চিনপিং


সিল্কসিটি নিউজ ডেস্ক:

ইউক্রেনের রাশিয়ার আগ্রাসন শুরুর পর প্রথমবার রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে মুখোমুখি বৈঠক করেছেন চীনা প্রেসিডেন্ট শি চিনপিং। ওই সময় বেইজিং ও মস্কো একসঙ্গে মহাশক্তি হিসেবে বৈশ্বিক স্থিতিশীলতা নিশ্চিতে কাজ করবে বলে জানান চীনা প্রেসিডেন্ট।

উজবেকিস্তানের সমরখন্দে সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের (এসসিও) সম্মেলনের রুদ্ধদ্বার দ্বিপক্ষীয় বৈঠকের আগে এই সংক্ষিপ্ত মন্তব্য করেছেন চীনা প্রেসিডেন্ট।

সেখানে পুতিনকে পুরোনো বন্ধু হিসেবে আখ্যায়িত করে চীনা প্রেসিডেন্ট বলেন, মহাশক্তি হিসেবে ভূমিকা রাখার ক্ষেত্রে রাশিয়ার সঙ্গে কাজ করতে আগ্রহী চীন। এমনকি সমাজের পথপ্রদর্শক হিসেবে ভূমিকা পালন করতেও আগ্রহী তার দেশ।

এসসিও সম্মেলনে বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে পুতিন ও শি চিনপিং।
এসসিও সম্মেলনে বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে পুতিন ও শি চিনপিং।ছবি : রয়টার্স
ফেব্রুয়ারিতে শীতকালীন অলিম্পিকের উদ্বোধন অনুষ্ঠানের সময় চীনে সর্বশেষ মিলিত হয়েছিলেন পুতিন ও শি চিনপিং। এ ছাড়া গত ছয় মাসে অন্তত ছয়বার দুই নেতা ফোনে কথা বলেছেন বিভিন্ন ইস্যুতে।

এদিকে, তাইওয়ান ইস্যুতে চীনকে সমর্থন জানিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। অনেকের ধারণা, পশ্চিমা শক্তি তথা যুক্তরাষ্ট্রকে মোকাবিলা করতে এবং শক্ত জবাব দিতে এক হয়ে লড়ছে চীন-রাশিয়া।

সূত্র: কালবেলা