শনিবার , ১৬ ডিসেম্বর ২০২৩ | ২৩শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরি
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

মহান বিজয় দিবসে আরসিআরইউ’র বিনম্র শ্রদ্ধা 

Paris
ডিসেম্বর ১৬, ২০২৩ ১:৪৮ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক :
নানা আয়োজনের মধ্য দিয়ে বিজয় দিবসে দেশের সূর্যসন্তানদের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন করেছে রাজশাহী কলেজ রিপোর্টার্স ইউনিটির (আরসিআরইউ) নেতৃবৃন্দ।
দিবসটি উপলক্ষে শনিবার সকাল বেলা সাড়ে ৯ টায় আরসিআরইউ’র সাধারণ সম্পাদক আব্দুল হাকিম ও সহ-সভাপতি আবু সাইদ রনি নেতৃত্বে রাজশাহী কলেজ শহীদ মিনারে এ শ্রদ্ধা জানানো হয়।
এসময় উপস্থিত ছিলেন, সংগঠনের প্রধান পৃষ্ঠপোষক ও রাজশাহী কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহা. আব্দুল খালেক পৃষ্ঠপোষক ও কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মোহা. ওলিউর রহমান , সংগঠনের উপদেষ্টা দর্শন বিভাগের সহকারী অধ্যপক সৈয়দ আলী আহসান, বাংলা বিভাগের প্রভাষক মোস্তাফিজুর রহমান।
এছাড়া উপস্থিত ছিলেন, সাংগঠনিক সম্পাদক সেহের আলী দুর্জয়, দপ্তর সম্পাদক সুজন হোসেন , প্রশিক্ষণ ও প্রকাশনা আফসানা মিমি, সদস্য আল সাকিব,আব্দুল আলিমসহ সহযোগী সদস্যবৃন্দ।
এরপর ইউনিটি কার্যালয়ে মহান বিজয় দিবস উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়। এ সময় আরসিআরইউ’র নেতৃবৃন্দ বলেন, বাংলাদেশের জন্ম শুধুমাত্র একটি স্বাধীন ভূখন্ড, একটি মানচিত্র আর পতাকাতেই মিমাংসীত বিষয় ছিলোনা। পাকিস্তানি ঘরানার জাতীয়তাবাদের বিরুদ্ধে বাঙালি জাতীয়তাবাদের বিজয় ছিলো ৯ মাসের রক্তাক্ত মুক্তিসংগ্রাম।
বিজয়ের ৫২ বছর পরেও স্বাধীনতা বিরোধী অপশক্তির সাথে লড়াইটা চলছেই। ভোটের মাঠের রাজনীতিতে তা আরো বেশি স্পষ্ট হয়ে ওঠে।
এই অপশক্তির মোকাবেলায় মূল্যবোধ, মুক্তিযুদ্ধের চেতনা ও সাংস্কৃতিক চর্চা বাড়ানোর তাগিদ দেন ।

সর্বশেষ - রাজশাহীর খবর