নিজস্ব প্রতিবেদক :
নানা আয়োজনের মধ্য দিয়ে বিজয় দিবসে দেশের সূর্যসন্তানদের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন করেছে রাজশাহী কলেজ রিপোর্টার্স ইউনিটির (আরসিআরইউ) নেতৃবৃন্দ।
দিবসটি উপলক্ষে শনিবার সকাল বেলা সাড়ে ৯ টায় আরসিআরইউ’র সাধারণ সম্পাদক আব্দুল হাকিম ও সহ-সভাপতি আবু সাইদ রনি নেতৃত্বে রাজশাহী কলেজ শহীদ মিনারে এ শ্রদ্ধা জানানো হয়।
এসময় উপস্থিত ছিলেন, সংগঠনের প্রধান পৃষ্ঠপোষক ও রাজশাহী কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহা. আব্দুল খালেক পৃষ্ঠপোষক ও কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মোহা. ওলিউর রহমান , সংগঠনের উপদেষ্টা দর্শন বিভাগের সহকারী অধ্যপক সৈয়দ আলী আহসান, বাংলা বিভাগের প্রভাষক মোস্তাফিজুর রহমান।
এছাড়া উপস্থিত ছিলেন, সাংগঠনিক সম্পাদক সেহের আলী দুর্জয়, দপ্তর সম্পাদক সুজন হোসেন , প্রশিক্ষণ ও প্রকাশনা আফসানা মিমি, সদস্য আল সাকিব,আব্দুল আলিমসহ সহযোগী সদস্যবৃন্দ।
এরপর ইউনিটি কার্যালয়ে মহান বিজয় দিবস উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়। এ সময় আরসিআরইউ’র নেতৃবৃন্দ বলেন, বাংলাদেশের জন্ম শুধুমাত্র একটি স্বাধীন ভূখন্ড, একটি মানচিত্র আর পতাকাতেই মিমাংসীত বিষয় ছিলোনা। পাকিস্তানি ঘরানার জাতীয়তাবাদের বিরুদ্ধে বাঙালি জাতীয়তাবাদের বিজয় ছিলো ৯ মাসের রক্তাক্ত মুক্তিসংগ্রাম।
বিজয়ের ৫২ বছর পরেও স্বাধীনতা বিরোধী অপশক্তির সাথে লড়াইটা চলছেই। ভোটের মাঠের রাজনীতিতে তা আরো বেশি স্পষ্ট হয়ে ওঠে।
এই অপশক্তির মোকাবেলায় মূল্যবোধ, মুক্তিযুদ্ধের চেতনা ও সাংস্কৃতিক চর্চা বাড়ানোর তাগিদ দেন ।