মহানবীর ব্যঙ্গচিত্র আবারও প্রকাশ করেছে শার্লি হেবদো

ফ্রান্সের রম্য ম্যাগাজিন শার্লি হেবদো মহানবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের ব্যঙ্গচিত্র পুনঃপ্রকাশ করেছে। ২০১৫ সালে শার্লি হেবদো কার্যালয়ে বন্দুক হামলার বিচার চলতি সপ্তাহে শুরু হচ্ছে। একে সামনে রেখে এগুলো প্রকাশ করা হয়েছে বলে সাময়িকীটির প্রকাশনা কর্তৃপক্ষ জানিয়েছে।

পরিচালক লরেন্ট  সুরিসিআও ব্যঙ্গচিত্র প্রকাশের কারণ ব্যাখ্যা করে সাময়িকীর সর্বশেষ সংস্করণের সম্পাদকীয়তে লিখেছেন, ‘আমরা কখনো নুইয়ে পড়ব না। আমরা কখনো হার মানব না।’

শার্লি হেবদো ইসলামের নবীর ব্যঙ্গচিত্র প্রকাশ করায় ২০১৫ সালের জানুয়ারিতে বন্দুক হামলা চালানো হয়। এতে ম্যাগাজিনটির সম্পাদক ও নামকরা তিনজন কার্টুনিস্টসহ ১২ জন নিহত হয়। দুই হামলাকারী নিহত হলেও আরও ১৪ জনের বিরুদ্ধে হামলায় সহায়তার অভিযোগ আনা হয়। বুধবার প্যারিসে তাদের বিচার শুরু হবে।

শার্লি হেবদোর নতুন সংস্করণের সম্পাদকীয়তে বলা হয়েছে, বিচার শুরু হওয়ায় ওই ব্যঙ্গচিত্রগুলো প্রকাশ করা প্রয়োজনীয়। এগুলো প্রকাশ করার এখনই সময়।

এতে বলা হয়েছে, ‘২০১৫ সালের জানুয়ারির পর আমাদেরকে প্রায়ই মোহাম্মদের অন্যান্য ব্যঙ্গচিত্রগুলো প্রকাশের অনুরোধ জানানো হয়েছে। আমরা সবসময় তা প্রত্যাখ্যান করেছি। এটা নিষিদ্ধ বলে নয়- আইন আমাদের এটি করার অনুমতি দিয়েছে। তবে এটি প্রকাশ করার ভালো কারণের প্রয়োজন ছিল, যে কারণটি তাৎপর্যপূর্ণ এবং যেটি একধরণের বিতর্ক তৈরি করবে।’

সূত্র: রাইজিং বিডি