মহানগরীতে করোনার ভ্যাকসিন প্রদান কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পাদনে সভা

নিজস্ব প্রতিবেদক:
রাজশাহী মহানগরীতে করোনা ভাইরাস ভ্যাকসিন প্রদান কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষ্যে গঠিত কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে নগর ভবনের সরিৎ দত্তগুপ্ত সভাকক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন গঠিত কমিটির সভাপতি ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন।

সভাপতির বক্তব্য রাখতে গিয়ে মেয়র বলেন, সকলের সহযোগিতা নিয়ে কাজ করতে চাই। করোনা শুরুতে যেভাবে আমরা এক হয়ে কাজ করেছি সেভাবে আগামীতেও কাজ করব। করোনা ভ্যাকসিন প্রদান বিষয়ে কাউন্সিলরগণের মতামত ও সহযোগিতা নিতে হবে। রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতাল, সিভিল সার্জন, স্বাস্থ্য বিভাগের সহযোগিতা নিয়ে ভ্যাকসিন প্রদান কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন করা হবে।

সভায় বক্তারা বলেন, কোভিড-১৯ মহামারী মোকাবেলায় নিয়োজিত স্বাস্থ্য কর্মীগণ, সম্মুখ সারির কর্মীগণ, রোগ প্রতিরোধ ক্ষমতাহীন জনগোষ্ঠী, বয়োজ্যেষ্ঠ, দীর্ঘমেয়াদী রোগে আক্রান্ত প্রাপ্ত বয়স্ত জনগোষ্ঠীর অগ্রাধিকার তালিকা প্রণয়ন করতে হবে। করোনা ভ্যাকসিন সংরক্ষণের যথাযথ ব্যবস্থা করতে হবে।

বক্তারা আরো বলেন, অন্যান্য শহরের তুলনায় রাজশাহীতে করোনা রোগী সংক্রমণের হার কম। করোনা ভাইরাস সংক্রমণ রোধে মাস্ক ব্যবহারের কোন বিকল্প নেই। মাক্স ব্যবহারসহ স্বাস্থ্যবিধিগুলো যথাযথভাবে মেনে চলতে হবে।

সভায় রাসিকের প্যানেল মেয়র-১ ও ১২নং ওয়ার্ড কাউন্সিলর সরিফুল ইসলাম বাবু, প্যানেল মেয়র-৩ তাহেরা খাতুন মিলি, ৬নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ নুরুজ্জামান, ২৮নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ আশরাফুল হাসান বাচ্চু, ৩নং সংরক্ষিত আসনের কাউন্সিলর মুসলিমা বেগম বেলী, ২নং সংরক্ষিত আসনের কাউন্সিলর আয়েশা খাতুন, প্রধান নির্বাহী কর্মকর্তা ড. এবিএম শরীফ উদ্দিন, সচিব আবু হায়াত মোঃ রহমতুল্লাহ, অতিরিক্ত বিভাগীয় কমিশনার (উন্নয়ন) এ.এন.এম মঈনুল ইসলাম, রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোঃ শামীম ইয়াজদানী, রাজশাহী মেডিক্যাল কলেজের অধ্যক্ষ প্রফেসর ডাঃ মোঃ নওশাদ আলী, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক শাহানা আখতার জাহান, রাজশাহী মেট্রোপলিটন পুলিশের ডিসি (বোয়ালিয়া) সাজিদ হোসেন, রাজশাহী জেলার অতিরিক্ত পুলিশ সুপার মাহমুদুল হাসান, ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডাঃ মোঃ রাজিউল হক, জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের রিজিওনাল কনসালটেন্ট ডাঃ মোঃ আব্দুল মান্নান, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা রাজশাহী অঞ্চল পরিচালক প্রফেসর ড. কামাল হোসেন, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ আব্দুস সালাম, পরিচালক স্বাস্থ্য’র এডি. ডাঃ আনোয়ারুল কবীর, ব্র্যাকের এরিয়া ম্যানেজার সুলতানা আকতার, নারী মৈত্রীর প্রজেক্ট ম্যানেজার মোঃ মনিরুজ্জামান মোড়ল, ইউপিএইচজিএসডিপি প্রজেক্টের প্রজেক্ট ম্যানেজার রিয়াজ উদ্দিন আহমেদ, বিভাগীয় সমাজসেবার সহকারী পরিচালক আবু তাহের প্রমুখ অংশ নেন এবং মূল্যবান মতামত ব্যক্ত করেন।