মশক নিধনে কোমর বেঁধে দুর্গাপুর পৌরসভা

দুর্গাপুর প্রতিনিধি:

মশক নিধনে কোমর বেঁধে মাঠে নেমেছে রাজশাহী দুর্গাপুর পৌরসভা কর্তৃপক্ষ। মঙ্গলবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দুর্গাপুর পৌর শহরের বিভিন্ন এলাকায় দেখা যায় এই মশক নিধন কার্যক্রম।

দুর্গাপুর পৌরসভার সহকারি প্রকৌশলী শাহাবুল হক জানান, দুর্গাপুর পৌরসভা হতে প্রতিদিন দুইটি ফুগার মেশিন দিয়ে মশক নিধন ওষুধ স্প্রে করা হচ্ছে। পৌর এলাকার বিভিন্ন সরকরি-বেরকারী প্রতিষ্ঠান ও বাসা বাড়ির আঙিনাসহ বিভিন্ন ঝুপঝাপে মশক নিধনের ওষুধ স্প্রে করা হচ্ছে। এই কার্যক্রমন চলমান আছে। পরবর্তী সরকারি নির্দেশনা না পাওয়া পর্যন্ত মশক নিধন কার্যক্রম অব্যহত থাকবে।

মঙ্গলবার সকালে সরেজমিনে দুর্গাপুর পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে দেখা যায় এই মশক নিধন কার্যক্রম। সকালে উপজেলা চত্বর,হাসপাতাল,থানা মোড়সহ বিভিন্ন স্থানে মশক নিধন কার্যক্রম বাস্তবায়ন করা হয়।