মরক্কোর জন্য আকাশসীমা বন্ধ করে দিল আলজেরিয়া

পশ্চিম সাহারা অঞ্চল নিয়ে মতবিরোধের জেরে মরক্কোর দেশের আকাশসীমা বন্ধ ঘোষণা করেছে আলজেরিয়া।

বুধবার দেশটির প্রেসিডেন্ট আবদেলমাদজিদ তেবউনের সভাপতিত্বে উচ্চ নিরাপত্তা পরিষদের বৈঠকের পর এই পদক্ষেপ ঘোষণা করা হয়। খবর আল জাজিরার।

আলজেরিয়া সরকারের এক বিবৃতিতে বলা হয়, সব বেসামরিক ও সামরিক বিমানের পাশাপাশি মরক্কোতে নিবন্ধিত বিমানগুলোকে অবিলম্বে বন্ধ করে দেওয়া হবে। মরক্কোর ক্রমাগত উসকানি ও বিরূপ আচরণের পরিপ্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তবে প্রতিবেশী দেশের এমন সিদ্ধান্ত প্রসঙ্গে এখন পর্যন্ত মরক্কোর পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

কয়েক দশক ধরে পশ্চিমাঞ্চলীয় সাহারা নিয়ে বিরোধ চলছে। ১৯৯০ সালের দিকে নিরাপত্তার কারণে আলজেরিয়া ও মরক্কোর মধ্যকার স্থল সীমানা বন্ধ করে দেওয়া হয়। এতে আলজিয়ার্স ও রাবাতের মধ্যে সংঘাত আরও বেড়ে গিয়েছিল।

এ অঞ্চলের ওপর মরক্কোর সার্বভৌমত্বের মার্কিন স্বীকৃতি পেতে গত বছর ইসরাইলের সঙ্গে মরক্কোর সম্পর্ক স্বাভাবিক করায়ও ক্ষুব্ধ করেছিল আলজেরিয়াকে।

সম্প্রতি উত্তর আফ্রিকার এই দুই দেশের মধ্যে সম্পর্কের অবনতি ঘটেছে। শত্রুতাপূর্ণ আচরণের অভিযোগে গত ২৪ আগস্ট মরক্কোর সঙ্গে সম্পর্ক ছিন্ন করে আলজেরিয়া।

 

সূত্রঃ যুগান্তর