বৃহস্পতিবার , ১৪ নভেম্বর ২০২৪ | ৩০শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরি
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

ময়মনসিংহে গ্যাস পাম্পে অগ্নিকাণ্ডে নিহত বেড়ে ৬, আসামিরা জামিনে

Paris
নভেম্বর ১৪, ২০২৪ ৮:৫৩ অপরাহ্ণ

সিল্কসিটিনিউজ ডেস্ক :

ময়মনসিংহ সদরের রহমতপুর বাইপাসে আজাহার এলপিজি স্টেশনে অগ্নিকাণ্ডের ঘটনায় আব্দুল মালেক (৫০) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ছয় জনে।

বৃহস্পতিবার (১৪ নভেম্বর) সন্ধ্যায় ঢাকার ন্যাশনাল ইনস্টিটিউট অব বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারির নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত আব্দুল মালেক ওই ফিলিং স্টেশন এলাকায় একটি চায়ের দোকানের মালিক ছিলেন।

এর আগে, হিমেল মুন্সি (২৫), আব্দুল কুদ্দুস (৮০), আবুল হোসেন (৪৫), তোফাজ্জল হোসেন‌ (৪২) ও কামরুল হাসান (৩৫) মারা যান। আগুনের ঘটনায় গুরুতর দগ্ধ হয়ে সুমি আক্তার (৩০) নামে আরও একজন ওই হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

কোতোয়ালি মডেল থানার এসআই ও মামলার তদন্ত কর্মকর্তা এস এম নুর হোসেন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, গত সোমবার রাতে ময়মনসিংহ থেকে গুরুতর দগ্ধ অবস্থায় দগ্ধদের ঢাকা নেওয়া হয়। এর মধ্যে বৃহস্পতিবার সন্ধ্যায় চিকিৎসাধীন অবস্থায় আব্দুল মালেক মারা যান। বর্তমানে ন্যাশনাল ইনস্টিটিউট অব বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি হাসপাতালে সুমি আক্তার ৩২ শতাংশ দ্গ্ধ হয়ে চিকিৎসাধীন আছেন। দগ্ধের পরিমাণ বেশি হওয়ায় তার অবস্থা আশঙ্কাজনক।

গত ৬ নভেম্বর দুপুরে নিহত প্রাইভেটকার চালক হিমেল মুন্সির মা ইয়াসমিন ওরফে হেনা বাদী হয়ে আজহার ফিলিং স্টেশনের মালিক আজহারসহ ছয় জনকে আসামি করে কোতোয়ালি মডেল থানায় হত্যা ও বিস্ফোরক আইনে মামলা করেন। আসামিরা বর্তমানে জামিনে আছেন বলেও জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা।

উল্লেখ্য, গত ৪ নভেম্বর (সোমবার) বিকাল ৩টার সময় পাম্পের গাড়িতে গ্যাস নেওয়ার সময় সিলিন্ডার লিকেজ থেকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

সূত্র: বাংলা ট্রিবিউন

সর্বশেষ - আইন আদালত