বুধবার , ১০ আগস্ট ২০১৬ | ৭ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরি
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

মতিহারে বিকাশের দুই কর্মীকে গুলি করে ১২ লাখ টাকা ছিনতাই

Paris
আগস্ট ১০, ২০১৬ ১২:৩৫ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক:

রাজশাহী নগরীর মতিহার থানার কাপাশিয়া এলাকায় বিকাশের দুই কর্মীকে গুলি ১২ লাখ টাকা ছিনতাই করেছে দুর্বৃত্তরা। ঘটনাটি ঘটেছে বুধবার দুপুর পৌনে ১২টার দিকে। আহত ওই দুই ব্যবসায়ীকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

 

তারা হলেন, রাজশাহী নগরীর কাজলা বউ বাজার এলাকার আবুল কাশেমের ছেলে রবিউল ইসলাম (৪০) এবং খড়খড়ি এলাকার মনিরুল ইসলামের ছেলে পলাশ (২৬)। এদের মধ্যে রবিউলের বুকে ও পেটেসহ মোট ৫টি এবং পলাশের পায়ে একটি গুলি লেগেছে।

74

রামেক হাসপাতালের চিকৎসকরা জানিয়েছেন, আহত রবিউলের অবস্থা আশঙ্কাজনক।

একাধিক সূত্র সিল্কসিটি নিউজকে জানিয়েছে, বুধবার বেলা সাড়ে ১১টার দিকে রাজশাহী নগরীর সাহেব বাজার এলাকা থেকে বিকাশের দুই কর্মী রবিউল ও পলাশ ১২ লাখ টাকা নিয়ে একটি মোরসাইকেলযোগে পুঠিয়া উপজেলা বানেশ্বর বাজারে অবস্থিত আইএফসি ব্যাংকে যাচ্ছিলেন।

475

এ সময় পথিমধ্যে কয়েকজন দুর্বৃত্ত আরেকটি এপাচি মোটরসাইকেল নিয়ে তাদের ধাওয়া করে উপর্যুপরি গুলি ছুড়তে থাকে। এতে মোটরাসাইকেল থেকে মাটিতে লুটিয়ে পড়েন রবিউল ও পলাশ। পরে তাদের নিকটে থাকা টাকাগুলো লুটে নেয় ছিনতাইকারীরা।

 

এরপর স্থানীয়রা তাদের দ্রুত উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ন কবির বলেন, ঘটনা আমরা শুনেছি। তাদের দেখতে রামেকে যাচ্ছি।

 

স/আর

সর্বশেষ - রাজশাহীর খবর