বৃহস্পতিবার , ১০ মে ২০১৮ | ১৪ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরীর খবর
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

ভোলাহাটে দুর্নীতি প্রতিরোধ কমিটির সচেতনতামূলক সভা অনুষ্ঠিত

Paris
মে ১০, ২০১৮ ৪:০৪ অপরাহ্ণ

ভোলাহাট প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি ও সততা সংঘের আয়োজনে শিক্ষক ও ছাত্রছাত্রীদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার সাড়ে ১০টায় আদাতলা উচ্চ বিদ্যালয় মিলনায়তন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় বিদ্যালয় ম্যানেজিং কমিটি সভাপতি মহিবুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি ও সততা সংঘের সহসভাপতি আলহাজ্ব হাসান আলী মাষ্টার।

এ সময় বিশেষ অতিথি ছিলেন, উদুপ্রক ও সততা সংঘের সহসভাপতি আলহাজ্ব নৈমুদ্দিন আহমেদ, সদস্য আলহাজ্ব ইখতিয়ার উদ্দিন, বিদ্যালয় ম্যানেজিং কমিটির সদস্য মোরশালীন হক ও ফাইজুদ্দিন, অবসরপ্রাপ্ত শিক্ষক আব্দুল বারী, উদূপ্রক ও সততা সংঘের সদস্য সিনিয়র সাংবাদিক শরিফুল ইসলাম শরীফ প্রমূখ।

‘বন্ধ হলে দুর্নীতি, উন্নয়নে আসবে গতি’ এ শ্লোগানকে কেন্দ্র করে মতবিনিময় সভায় স্বাগত দুর্নীতি প্রতিরোধ বিষয়ে বিস্তারিত আলোকপাত করে বক্তব্য রাখেন, উদুপ্রক ও সততা সংঘের সদস্য সচিব মাওলানা আব্দুল কাদির।

বিদ্যালয় সহকারী শিক্ষক আবু মোত্তালেবের পরিচালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সহকারী শিক্ষক একরামুল হক, আজিজুল হক, ছাত্রদের মধ্যে সোহেল রানা, ও ছাত্রীদের মধ্যে সুমাইয়া খাতুনসহ অন্যরা।

মতবিনিময় সভা শেষে প্রধান, বিশেষ অতিথি ও সভায় উপস্থিত সকলেই উদুপ্রক ও সততা সংঘের শপথ বাক্য পাঠ করেন।

স/শ

সর্বশেষ - রাজশাহীর খবর