ভোলাহাটে তিনজনের দেহে করোনা শনাক্ত, আতঙ্কে উপজেলাবাসী

বি.এম রুবেল আহমেদ, ভোলাহাট:
চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে তিনজনের দেহে করোনা শনাক্ত হওয়ায় আতঙ্কে রয়েছে উপজেলাবাসী। বুধবারের নমুনা পরীক্ষার রিপোর্টে তিন  জনের দেহে করোনা পাওয়া গেছে বলে ভোলাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে।
ভোলাহাট উপজেলায় ৩ জন করোনা  পজেটিভ তারা হলেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দায়িত্ব পালন করতেন উপ সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার  ইউনুস নবী(৩৫), ভোলাহাট স্বাস্থ্য কমপ্লেক্সে দায়িত্বরত খালেআলমপুর গ্রামের  আনসার সদস্য শহিদুল ইসলাম (৩২) ও ঢাকা থেকে আসা রাজমিস্ত্রি হোসেনভীটা গ্রামের নজরুল ইসলামের ছেলে হাবিবুল্ললাহ (২১)।
এদিকে, তিনজনের দেহে করোনা পজিটিভ আসার খবরটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে আতঙ্ক বিরাজ করছে পুরো উপজেলা জুড়ে।
বিষয়টি নিশ্চিত করেছেন স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা আব্দুল হামিদ। তিনি জানান, তিনি উপজেলা নির্বাহী অফিসারকে বিষয়টি অবহিত করেছেন। ইতিমধ্যেই তাদের বাড়ী ১৪ দিন লকডাউন রাখা হয়েছে।
স/অ
আরো পড়ুন …