ভোলাহাটে ঝড়ের তান্ডব থেকে রেহাই পায়নি প্রতিবন্ধী বিদ্যালয়

ভোলাহাট প্রতিনিধি :

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে ঝড়ের তান্ডব থেকে রেহাই পায়নি প্রতিবন্ধী বিদ্যালয়ও। গত রবিবার রাত সাড়ে আটটার দিকে এবং মঙ্গলবার দুপুর একটার দিকে বয়ে যাওয়া আকস্মিক ঝড়ে লণ্ডভণ্ড হয়ে গেছে ভোলাহাট উপজেলায় গড়ে উঠা একমাত্র স্বনামধন্য বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষা প্রতিষ্ঠান ভোলাহাট প্রতিবন্ধী বিদ্যালয়ের শ্রেণীকক্ষ।

যেখানে পাঠদান দেওয়া হয় সমাজের অবহেলিত ঝরে পড়া বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের। ঊর্ধ্বতন এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে বিনয়ের সাথে মিনতি জানিয়ে ভোলাহাট প্রতিবন্ধী বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোসাঃ দিলারা খাতুন বলেন, যতটা দ্রুত সম্ভব আমার অবহেলিত বিদ্যালয়ের ঝড়ের তান্ডবে ক্ষতি হওয়া শ্রেণীকক্ষগুলো যেন মেরামত করা হয়। আমরা যেন আবারও কোমলমতি শিশুদের স্বাভাবিক এবং সুন্দর পরিবেশের মধ্য দিয়ে পাঠদান দিতে পারি। তিনি আরও বলেন আমরা এমনিতেই শিক্ষক-কর্মচারীদের নিয়ে মানবেতর জীবনযাপন করছি তার উপর ঝড়ে তান্ডব। এ যেন মরার উপর খাঁড়ার ঘা।