শুক্রবার , ২৭ সেপ্টেম্বর ২০২৪ | ১৩ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরি
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

ভোলাহাটে ঝড়ের আঘাতে ঘরের চালা গাছের মগডালে

Paris
সেপ্টেম্বর ২৭, ২০২৪ ১০:৫৪ পূর্বাহ্ণ

বি.এম রুবেল আহমেদ, ভোলাহাট:

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে হঠাৎ ঝড়ের প্রবল আঘাতে ঘরের চালা গাছের মগডালে। বৃহস্পতিবার আনুমানিক সন্ধ্যার দিকে একট বিকট শব্দে ঘুরে ঘুরে সাইক্লোনের মত দুইটি গ্রামের ২৫/৩০ বাড়ির উপর আঘাত হানে বলে জানান প্রত্যক্ষদর্শীরা। এতে করে ভোলাহাট উপজেলার সদর ইউনিয়নের আলালপুর গ্রামের আংশিক এবং খাড়োবাটরা গ্রামের বেশকিছু বাড়ির ব্যাপক ক্ষতি হয়েছে।

সরেজমিন গিয়ে দেখা যায়, ঘরে ক্ষতিগ্রস্ত কয়েকটি বাড়িতে বৃষ্টির পানি ঢুকে পড়ছে। এতে পরিবার নিয়ে তারা রাতে থাকবেন কোথায় সেটি নিয়েও দুশ্চিন্তায় ছিলেন। আবার সরকারি সহায়তা ছাড়া একমাত্র বসবাসের ঘরটি মেরামত করার সক্ষমতা নেয় অনেক পরিবারের। এমনকি তাদের গরুর আশ্রয়স্থল গোয়াল ঘরটিও উড়ে গেছে ঝড়ে। বেশ কিছু ফলদ এবং বনজ গাছপালারও ব্যাপক ক্ষতি হয়েছে।

এদিকে সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান মোঃ পিয়ার জাহানের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন জানান, আমি সংশ্লিষ্ট ইউপি সদস্যকে তালিকা তৈরি করতে বলেছি আমরা সাধ্যমত সহযোগিতা করব।

এবিষয়ে উপজেলা নির্বাহী অফিসার তাহমিদা আক্তারের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমরা অবশ্যই সহযোগিতা করব তাদের ঘর মেরামতের জন্য।

 

সর্বশেষ - রাজশাহীর খবর