দুর্গাপুরের পানা নগ

ভোটারদের ভয়ভীতি দেখানোর অভিযোগ মেয়রের বিরুদ্ধে

নিজস্ব প্রতিবেদক:
ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে নৌকায় ভোট দেওয়ার জন্য ভোটারদের ভয়ভীতি দেখানোর অভিযোগ উঠেছে রাজশাহীর দুর্গাপুর পৌরসভার মেয়র তোফাজ্জল হোসেনের বিরুদ্ধে। মেয়রের দুই ছেলে মো. মনি ও সাজেদুর রহমান মিঠুর বিরুদ্ধেও এ অভিযোগ উঠেছে।

দুর্গাপুরের পানানগর ইউপি নির্বাচনের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী আদম আলী মঙ্গলবার জেলার জ্যেষ্ঠ নির্বাচন কর্মকর্তা সাইফুল ইসলামের কাছে লিখিতভাবে এ অভিযোগ করেছেন। আদম আলী আওয়ামী লীগের ‘বিদ্রোহী’ প্রার্থী হিসেবে ‘ঘোড়া’ প্রতীক নিয়ে নির্বাচন করছেন। আগামী ২৬ ডিসেম্বর পানানগর ইউপি নির্বাচনের ভোটগ্রহণ। সেখানে নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থীর নাম আজাহার আলী খান।

লিখিত অভিযোগে স্বতন্ত্র প্রার্থী আদম আলী বলেছেন, পৌর মেয়র তোফাজ্জল হোসেন এবং তাঁর দুই ছেলে মেয়রের দুই ছেলে মো. মনি ও সাজেদুর রহমান মিঠু প্রতিদিন সন্ধ্যায় পানানগর ইউপির গ্রামে গ্রামে গিয়ে ভোটারদের বলছেন, ২৬ তারিখে ভোটকেন্দ্রে যাওয়ার দরকার নেই। আর কেন্দ্রে গেলে প্রকাশ্যে নৌকায় সিল মারতে হবে। তাঁরা ৫০-৬০ জন গুণ্ডাবাহিনী নিয়ে গ্রামে গ্রামে এসব কথা বলে বেড়াচ্ছেন।

অভিযোগে আরও বলা হয়েছে, মেয়র ও তাঁর দুই ছেলে সূর্যভাগ, বেলঘরিয়া, তেবিলা, আড়বাব, নারায়ণপুর ও পানানগর ভোটকেন্দ্র দখলে নেওয়ার ঘোষণা দিয়েছেন। কেউ বাঁধা দিলে লাশ ফেলে দেওয়ারও ঘোষণা দিয়েছেন তাঁরা। এ নিয়ে ভোটাররা ভীতসন্ত্রস্ত হয়ে পড়েছেন। ১৬ ডিসেম্বর মেয়রের ছেলে মনি তাঁর বাবার পিস্তল দেখিয়ে ঘোড়া প্রতীকের এক প্রচারকর্মীকে ভয়ভীতি দেখিয়েছেন বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে। এ নিয়ে আদম আলী ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানিয়েছেন।

এর আগে ২০১৯ সালের মার্চে অনুষ্ঠিত দুর্গাপুর উপজেলা পরিষদ নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে মেয়র তোফাজ্জল হোসেনসহ ১১ জনকে আটক করেছিল পুলিশ। সেবার ভ্রাম্যমাণ আদালত তাঁদের পাঁচদিন করে কারাদণ্ড দিয়েছিল।
ইউপি নির্বাচনে ভোটারদের ভয়ভীতি দেখানোর অভিযোগ নিয়ে জানতে চাইলে মেয়র তোফাজ্জল হোসেন বলেন, ‘আমি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। আমি ইউপি নির্বাচনে নৌকার প্রচারে যাব না? অবশ্যই যাব। তবে ভয়ভীতি দেখানোর অভিযোগ সঠিক না। আমার ছেলেরাও কাউকে ভয় দেখায় না।’

জ্যেষ্ঠ জেলা নির্বাচন কর্মকর্তা সাইফুল ইসলাম বলেন, ‘সারাদিন বাইরে ছিলাম। অভিযোগটি দেখা হয়নি। এ ধরনের অভিযোগ এলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’