ভূমধ্যসাগর থেকে প্রায় ৪০০ অভিবাসনপ্রত্যাশী উদ্ধার

৩৯৪ অভিবাসনপ্রত্যাশীকে ভূমধ্যসাগরের টিউনিশিয়া সমুদ্র অঞ্চল থেকে উদ্ধার করা হয়েছে। আজ রবিবার জার্মানি ও ফ্রান্সের বেসরকারি সংস্থা পরিচালিত উদ্ধারকারী জাহাজ সি-ওয়াচ ৩ ও ওশান ভাইকিং নৌকায় ভাসতে থাকা এই মানুষদের উদ্ধার করা হয়ছে বলে জানা গেছে।

জানা গেছে, অভিবাসনপ্রত্যাশীদের মধ্যে জার্মানির জাহাজ সি-ওয়াচ ১৪১ জনকে উদ্ধার করে। আর ফ্রান্সের জাহাজ ওশান ভাইকিং উদ্ধার করে বাকিদের। উদ্ধারকৃতরা বাংলাদেশ, মরক্কো, মিশর ও সিরিয়ার নাগরিক বলে বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছে তাদের প্রতিনিধি।

 

সূত্রঃ বাংলাদেশ প্রতিদিন