ভুলে অন্য মোটরসাইকেল স্টার্টের চেষ্টা, শিবগঞ্জে গণধোলায়ের শিকার কাস্টমস অফিসার

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে নিজের মোটরসাইকেল রেখে ভুল করে অন্য একটি মোটরসাইকেলে চাবি দেয়ার সময় সোনামসজিদ স্থলবন্দরের এক রাজস্ব কর্মকর্তাকে গণধোলাই দিয়েছে স্থানীয়রা।

সোমবার রাত সাড়ে ৮টার দিকে শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নের পিরোজপুর নামক স্থানে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় আজ মঙ্গলবার দুপুরে শিবগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ করা হয়েছে।

জানা গেছে, সোনামসজিদ স্থলবন্দরে কর্মরত সহকারী রাজস্ব কর্মকর্তা (মাইক-ওয়ান) বুলবুল সোমবার (১৩ জুলাই) রাত সাড়ে ৮টার দিকে পিরোজপুর নামক স্থানে সোনালী ব্যাংকের সামনে রাখা তার মোটরসাইকেল না নিয়ে অন্য একটি মোটরসাইকেল চাবি দিয়ে খুলছিলেন। এ সময় ওই মোটরসাইকেলের মালিক চিৎকার দিলে আশপাশের স্থানীয়রা এসে বুলবুলকে আটক করে। পরে তিনি নিজেকে কাস্টম অফিসার পরিচয় দিলেও উত্তেজিত জনতা কিছু জানার চেষ্টা না করেই তাকে গণধোলায় দেয়।

এ ব্যাপারে সোনামসজিদ স্থলবন্দরের সহকারী রাজস্ব কর্মকর্তা (মাইক-ওয়ান) বুলবুল জানান, রাতে সোনালী ব্যাংকে তিনি কাজে গিয়েছিলেন এবং ম্যানেজারের সাথে দেখা করেন। পরে ব্যাংক থেকে বের হয়ে তিনি ভুল করে অন্য একটি মোটরসাইকেল নিলে স্থানীয়রা কোনো কিছু না শুনেই তাকে চোর উপাধি দিয়ে মারধর করে। এ ঘটনায় আজ মঙ্গলবার দুপুরে শিবগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন বলেও জানান তিনি। সূত্র: বাংলাদেশ প্রতিদিন