বুধবার , ২৬ জানুয়ারি ২০২২ | ২৬শে জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরীর খবর
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

‘ভীতুরা বিজেপির সঙ্গে লড়াই করতে পারে না’

Paris
জানুয়ারি ২৬, ২০২২ ১১:২৭ পূর্বাহ্ণ

কংগ্রেস ছেড়ে বিজেপিতে চলে যাওয়া ভারতের উত্তরপ্রদেশের নেতা আরপিএন সিংয়ের বিরুদ্ধে সমালোচনার ঝড় বইছে।

ওই নেতার উদ্দেশে কংগ্রেস মুখপাত্র সুপ্রিয়া শ্রীনাতে বলেন, সরকারের বিরুদ্ধে লড়াইতে জয়ী হওয়ার জন্য আপনাকে সাহসী হতে হবে। একমাত্র সাহস দিয়েই এই যুদ্ধ জয় করা সম্ভব। কারণ এই যুদ্ধ একটি দমনমূলক সরকারের বিরুদ্ধে। তার এজেন্সির বিরুদ্ধে,পুঁজিবাদের বিরুদ্ধে, আর সবরকম অভিযোগের বিরুদ্ধে। একমাত্র ভীতুরাই সম্পূর্ণ বিরুদ্ধ মতবাদে বিশ্বাসী কোনও দলে এভাবে লাফ দিতে পারে।

বিজেপিতে যোগ দেওয়া ওই নেতার প্রতি ইঙ্গিত করে তৃণমূলের সংসদ সদস্য মহুয়া মৈত্র এক টুইটবার্তায় বলেন,  হেভিওয়েট নাকি ডেডওয়েট? যারা একদশক ধরে কোনও আসনে জেতেনি তারাই ভোটের আগে বিজেপিতে যোগ দিচ্ছে।

হিন্দুস্তান টাইমসের খবরে বলা হয়, নির্বাচনের আগে উত্তরপ্রদেশের অন্যতম নামকরা কংগ্রেস নেতা আরপিএন সিং পার্টি প্রেসিডেন্ট সোনিয়া গান্ধীর কাছে ইস্তফাপত্র পাঠিয়েছেন। এরপরই তিনি বিজেপিতে যোগ দেন। এদিকে গেরুয়া শিবিরে ভিড়ে যাওয়ার আগে আরপিএন সিং একটি টুইট করেন। তাতে তিনি লেখেন, নতুন অধ্যায় শুরু হচ্ছে। দেশ গঠনের ক্ষেত্রে নরেন্দ্র মোদী ও অমিত শাহের পরামর্শে তিনি কাজ করবেন। এরপরই আরপিএন সিংকে জোরালো আক্রমণ করেন কংগ্রেস নেতৃত্ব।

 

সূত্রঃ যুগান্তর

সর্বশেষ - আন্তর্জাতিক