ভিভোর বিদায়ের পর আইপিএলের টাইটেল স্পন্সর হচ্ছে কে?

সব শঙ্কা সংশয়কে পাশ কাটিয়ে অবশেষে মাঠে গড়াচ্ছে বিশ্বের সবচেয়ে বড় ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লিগ আইপিএল। ভেন্যু, সূচি সব ঠিক হয়ে গেছে। সংযুক্ত আরব আমিরাতে আগামী ১৯ সেপ্টেম্বর থেকে শুরু হবে টুর্নামেন্টটি।

কিন্তু সব কিছু ঠিকঠাক হয়ে গেলেও বড় একটা ঝামেলা রয়ে গেছে। সেটি হলো স্পন্সরশিপের। এ বছর আইপিএলের টাইটেল স্পন্সর হিসেবে থাকছে না চীনের মোবাইল ফোন প্রস্তুতকারক প্রতিষ্ঠান ভিভো। মূলত চীন-ভারত সম্পর্কের অবনতির জেরেই ভিভোকে সরে যেতে হয়েছে।

তাহলে এবার আইপিএলের স্পন্সর হবে কারা? আইপিএল মানেই টাকার খেলা, স্পন্সর ছাড়া তো এমন একটা টুর্নামেন্ট মাঠে গড়ানোর প্রশ্নই আসে না। ফলে ভিভোর পরিবর্তে আইপিএলের প্রধান স্পন্সর হিসাবে ভেসে আসছে একাধিক নাম।

সেই তালিকায় ‘জিও’ যেমন রয়েছে, তেমনই রয়েছে ভারতীয় দলের স্পন্সর ‘বাইজু’ও। শোনা যাচ্ছে অ্যামাজনের নামও। তালিকায় কোকা-কোলাও রয়েছে। স্পন্সরের দৌঁড়ে রয়েছে আদানি গ্রুপও।

এর মধ্যে জানা গেছে, আইপিএলের টাইটেল স্পন্সর হওয়ার দৌড়ে এগিয়ে আছে জায়ান্ট ই-কমার্স (অনলাইন) ব্যবসা প্রতিষ্ঠান অ্যামাজন। ‘বাইজু’ও চেষ্টা চালিয়ে যাচ্ছে। যেহেতু তারা ভারতীয় দলের স্পন্সর, বাড়তি যোগাযোগ তো থাকবেই। ‘জিও’ কোম্পানিরও ভালো সুযোগ আছে।

এছাড়া ফ্যান্টাসি গেমিং অ্যাপ ‘ড্রিম ইলেভেন’ এর নামও শোনা যাচ্ছে। তবে কোন কোম্পানি আসন্ন আইপিএলের টাইটেল স্পন্সর হবে, সে বিষয়ে এখনও কিছু জানায়নি ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। শিগগিরই এ সংক্রান্ত ঘোষণা আসতে পারে বলে জানা গেছে।

আগামী সপ্তাহে টাইটেল স্পন্সরের জন্য বিড হতে পারে। বিসিসিআইয়ের একজন কমকর্তা জানিয়েছেন, ‘সবকিছু নিয়ম নেমেই হবে। যাতে স্বচ্ছতা নিয়ে কেউ কোনও প্রশ্ন না তুলতে পারে।’