ভারত-শ্রীলংকা ফাইনাল খেলছে, ধরেই নিয়েছিল আয়োজকেরা

সিল্কসিটিনিউজ ডেস্ক:

ক্রিকেটে নব্য পরাশক্তি হয়ে উঠছে বাংলাদেশ। টাইগারদের মাঠের খেলায় এর ছাপ স্পষ্ট। তবু যেন তা মানতে চান না ইতোমধ্যে পরাশক্তির তকমা পাওয়া দলগুলো। এবার এর প্রমাণ দিল শ্রীলংকা।

তিনজাতি টি-টোয়েন্টি সিরিজের ফাইনালে খেলছে ভারত ও শ্রীলংকা! তা ধরে নিয়েই আমন্ত্রিত অতিথিদের জন্য গাড়ির পাস ছাপিয়েছিল নিদাহাস ট্রফির আয়োজকরা।

সেরকম একটি পাসের ছবি নিজের ফেসবুক পেজে পোস্ট করেছেন বাংলাদেশের প্রথম টেস্ট অধিনায়ক নাঈমুর রহমান দুর্জয়।

টাইগারদের খেলা দেখতে এখন শ্রীলংকায় আছেন সাংসদ ও বিসিবি পরিচালক। অঘোষিত ‘সেমিফাইনালে’ লংকানদের হারানোর পর ফাইনালের গাড়ির পাসের ছবি পোস্ট করে তিনি লিখেছেন, ফাইনাল। এ শব্দের আগে একাধিক প্রশ্নবোধক চিহ্ন জুড়ে দিয়েছেন সাবেক এ ক্রিকেটার।

দুর্জয়ের পোস্ট চোখে পড়লে অনেকে প্রশ্ন তুলেছেন, তাহলে কি আয়োজকরা বাংলাদেশকে খাটো চোখে দেখেছে?

হায়দার আলি নামে একজন লিখেছেন, ভাই কথা হবে না, শ্রীলংকার জন্য শুধু নাগিন ড্যান্স হবে।

জাহিদ চৌধুরী মন্তব্য করেছেন, হাউ ফানি…

শিকদার সাব্বির লিখেছেন, পাগল হয়ছে।

আবির লিখেছেন, প্রি-প্ল্যানড।

শরিফ মাহমুদ পলাশ লিখেছেন, বছরের সেরা কৌতুক।

নিদাহাস ট্রফিতে প্রথমে তিনটি করে ম্যাচ খেলে একটিতে জয় ও দুটিতে হারে বাংলাদেশ-শ্রীলংকা। ফলে গ্রপপর্বের শেষ ম্যাচটি দুদলের জন্য অলিখিত সেমিফাইনালে পরিণত হয়। টানটান উত্তেজনার সেই ম্যাচে ছক্কা মেরে বাংলাদেশকে ফাইনালে তোলেন মাহমুদউল্লাহ রিয়াদ।

২ উইকেটের এ নাটকীয় জয়ে ফাইনালে উঠেছে টাইগাররা। সবার আগে ফাইনাল নিশ্চিত করেছে ভারত। রোববার শিরোপার লড়াইয়ে মাঠে নামবে দুই পড়শি দেশ।