ভারত-চীন সীমান্তে ট্রাকসহ ভেঙে পড়ল সেতু

ভারত-চীন সীমান্তের কাছে ট্রাকসহ ভেঙে পড়েছে সেতু। সেতুটি দিয়ে মেশিন বোঝাই ট্রাক পারাপারের সময় এ দুর্ঘটনা ঘটে। সীমান্ত থেকে প্রায় ৫০ কিলোমিটার দূরে উত্তরাখণ্ডে সেতুটির অবস্থান। এতে ট্রাক চালক ও মেশিন অপারেটর আহত হয়েছেন।

ভারতীয় সংবাদ মাধ্যমে মঙ্গলবার এক প্রশাসনিক কর্মকর্তার বরাত দিয়ে বলা হয়েছে, সেতুর ওপরে খননকার্যের মেশিন বহনকারী একটি ট্রাক পার হচ্ছিল। সেতুর ঠিক মাঝপথে ট্রাকটি আসা মাত্রই হুড়মুড়িয়ে ভেঙে যায়।

মুন্সিয়ারির এসডিএম, একে শুক্লা বলেন, সেতুটি ২০০৯ সালে নির্মাণ করা হয়েছিল। ৪০ ফুট দীর্ঘ সেতুটি। সোমবার ট্রাক ও মেশিনের ভারে ভেঙে পড়ে সেতুটি।

তিনি বলেন, সেতুটি ১৮ টন লোড নিতে সক্ষম। তবে মেশিন ও ট্রাকের ওজন ছিল ২৬ টন।

এসডিএম আরও জানিয়েছেন, ট্রাক চালক ও মেশিন অপারেটরকে মুন্সিয়ারির একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সূত্র: এনডিটিভি