শনিবার , ৩০ জুলাই ২০১৬ | ৫ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরি
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

ভারতে সীমান্ত সম্মেলন শেষে ফিরলো বিজিবি প্রতিনিধি দল

Paris
জুলাই ৩০, ২০১৬ ৭:৩৭ পূর্বাহ্ণ

সিল্কসিটিনিউজ ডেস্ক:

ভারতে তিনদিনের সীমান্ত সম্মেলন শেষে ফিরে এসেছে বিজিবির ২০ জন ঊর্ধ্বতন কর্মকর্তার প্রতিনিধি দলটি।

 

শুক্রবার (২৯ জুলাই) রাত ৮টার দিকে বেনাপোল চেকপোস্ট দিয়ে ভারতীয় সীমান্তরক্ষী (বিএসএফ) বাহিনীর কর্মকর্তারা তাদের আনুষ্ঠানিক ভাবে ফেরত পাঠায়। পরে বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনে পাসপোর্টের আনুষ্ঠনিকতা শেষে প্রতিনিধি দল ঢাকার উদ্দেশে রওনা হয়।

 

বিজিবি সূত্রে জানা যায়, প্রতিবছর দুইবার দুই দেশে বিজিবি ও বিএসএফের মধ্যে এই সীমান্ত সম্মেলন অনুষ্ঠিত হয়ে থাকে। গত ২৬ জুলাই শিলিগুড়ি চেকপোস্ট দিয়ে বিজিবি কর্মকর্তা বিগ্রেডিয়ার জেনারেল শাহারিয়া আহম্মেদের নেতৃত্বে ২০ সদস্যের প্রতিনিধি দলটি সম্মেলনে যোগ দিতে ভারতে যায়। বিএসএফের আইজির সঙ্গে কলকাতায় অনুষ্ঠিত হয় এই সম্মেলন। সীমান্ত পথে নারী-শিশু পাচার, জঙ্গি, মাদক, অস্ত্র ও চোরাচালান প্রতিরোধে বিজিবি-বিএসএফ উভয়ই সম্মিলিতভাবে কাজ করার পরিকল্পনা হয় সম্মেলনে। সম্মেলন শেষে প্রতিনিধি দল বেনাপোল চেকপোস্ট দিয়ে দেশে ফিরে আসে।

 

২৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক (লে: কর্নেল) জাহাঙ্গীর হোসেন জানান, ফেরত আসা বিজিবি প্রতিনিধি দল রাত সাড়ে ৮টার দিকে বেনাপোল চেকপোস্ট থেকে গন্তব্যের উদ্দেশে রওনা হয়েছে।

সূত্র: বাংলা নিউজ

সর্বশেষ - জাতীয়