ভারতে টিকটক বন্ধ করা নিয়ে বিস্ফোরক মন্তব্য সোহমের

লাদাখ সীমান্তে চীন-ভারত উত্তেজনার জেরে ৫৯টি চীনা অ্যাপ নিষিদ্ধ করেছে ভারত সরকার। নিষিদ্ধের তালিকায় রয়েছে দেশটিতে সবচেয়ে বেশি জনপ্রিয় চীনা অ্যাপ টিকটক।

টিকটক বন্ধ করাকে সমর্থন জানালেও কেন্দ্রীয় সরকারের কাছে বেশ কয়েকটি প্রশ্ন রেখেছেন জনপ্রিয় টালিউড অভিনেত্রী ও তৃণমূল সংসদ সদস্য নুসরাত জাহান। আরেক তৃণমূল সংসদ সদস্য মিমি চক্রবর্তীও এ বিষয়ে সরব হয়েছেন।

এবার সেই ধারাবাহিকতায় টিকটক ব্যান করার সিদ্ধান্ত নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন আরেক জনপ্রিয় টালিউড অভিনেতা সোহম চক্রবর্তী।

সোহম চক্রবর্তী বলেছেন, চীন নোংরা রাজনীতি করেছে। গোটা বিশ্ব তাদের জন্য সংকটে পড়েছে। চীনের বিরোধিতা করতেই হবে। কিন্তু টিকটকসহ কিছু অ্যাপ বন্ধ করলেই কি লাদাখে যেসব ভারতীয় সেনা নিহত হয়েছেন, তারা প্রাণ ফিরে পাবেন? এতে তাদের কোনো লাভ হবে? তাই বিকল্প পথ সন্ধানের দাবি জানাচ্ছি।

পশ্চিমবঙ্গের যুবশক্তির কর্মসূচিতে বৃহস্পতিবার মেদিনীপুর ও ঝাড়গ্রামে এসে যুবশক্তির সদস্যদের নিয়ে সভা করেন সোহম চক্রবর্তী।

সেখানেই এসব কথা বলেন সোহম। সোহম চক্রবর্তী বর্তমানে তৃণমূল যুবশক্তির রাজ্য কো-অর্ডিনেটর।

তথ্যসূত্র: কলকাতা টাইমস২৪