রবিবার , ১৩ সেপ্টেম্বর ২০২০ | ২৬শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরি
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

ভারতে চার দিনে গড়ে ৯৫ হাজার আক্রান্ত, মৃত্যু ৭৮ হাজার ছাড়াল

Paris
সেপ্টেম্বর ১৩, ২০২০ ৪:০৮ অপরাহ্ণ

কোভিড-১৯ মহামারীর নতুন হটস্পট ভারত। দেশটিতে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা বেড়েই চলেছে। গত কয়েক দিনে কয়েক হাজার মানুষের মৃত্যু হয়েছে; মোট মৃত্যু সাড়ে ৭৮ হাজার ছাড়িয়ে গেছে। আর গত চার দিন ধরে গড়ে ৯৫ হাজার করে রোগী শনাক্ত হয়েছে দেশটিতে।

রোববার সকালে ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বুলেটিনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ৯৪ হাজার ৩৭২ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট করোনা আক্রান্তের সংখ্যা ৪৭ লাখ ৫৪ হাজার ৩৫৭ জনে দাঁড়িয়েছে। পৃথিবীর কোথাও একদিনে এত সংখ্যক লোক শনাক্ত হয়নি গত ৮ মাসে।

আক্রান্তদের মধ্যে সুস্থ হয়েছেন ৩৭ লাখ ২ হাজার ৫৯৫ জন। এর মধ্যে গত ২৪ ঘণ্টায়ই সুস্থ হয়েছেন ৭৮ হাজার ৩৯৯ জন।

একই সময়ে ১ হাজার ১১৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে করোনায় মোট মৃত্যু হয়েছে ৭৮ হাজার ৫৮৬ জনের।

বৈশ্বিক তালিকায় করোনা সংক্রমণ ও মৃত্যুতে দ্বিতীয় স্থানে রয়েছে ভারত। প্রথম স্থানে থাকা যুক্তরাষ্ট্রে মোট আক্রান্ত ৬৬ লাখ ছাড়িয়েছে। দেশটিতে মারা গেছে ১ লাখ ৯৮ হাজারের বেশি করোনা রোগী।

এদিকে করোনার বৈশ্বিক সংক্রমণ ২ কোটি ৮৯ লাখ ৪৬ হাজার ছাড়িয়ে গেছে। এখন পর্যন্ত মারা গেছেন ৯ লাখ ২৪ হাজারের ৬১০ জন। সুস্থ হয়ে উঠেছেন ২ কোটি ৮ লাখ ১৩ হাজারের বেশি।

 

সূত্রঃ যুগান্তর

সর্বশেষ - আন্তর্জাতিক