ভারতে করোনা আক্রান্তের সংখ্যা ৯০ লাখ ছাড়াল

ভারতে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ৯০ লাখ ছাড়িয়েছে। গত ২৪ ঘণ্টায় দেশটিতে এ ভাইরাসে আক্রান্ত হয়েছে ৪৬ হাজারের বেশি মানুষ। এই সময়ে সেখানে প্রাণ হারিয়েছে ৫৮৪ জন।

দেশটিতে এখন পর্যন্ত মোট মৃতের সংখ্যা ১ লাখ ৩২ হাজার ছাড়িয়েছে।

করোনাভাইরাসে এখন পর্যন্ত সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃতের সংখ্যা যুক্তরাষ্ট্রে। একদিনে ১ লাখ ৯২ হাজার জন আক্রান্তের মধ্যে দিয়ে দেশটিতে মোট আক্রান্ত ১ কোটি ২০ লাখের বেশি মানুষ। আর ২৪ ঘণ্টায় ২ হাজার ৬৫ জনের মৃত্যুর মধ্যে দিয়ে দেশটিতে মোট মৃতের সংখ্যা হয়েছে ২ লাখ ৫৮ হাজারের বেশি।

 

ব্রাজিলে মোট আক্রান্তের সংখ্যা ৫৯ লাখ ৮৩ হাজার ছাড়িয়েছে আর প্রাণ হারিয়েছে ১ লাখ ৬৮ হাজারের বেশি মানুষ।

গত বছরের ডিসেম্বরে চীনের উহান শহর থেকে ছড়িয়ে পড়ে করোনাভাইরাস। বর্তমানে সারাবিশ্বে ৫ কোটি ৭২ লাখের বেশি মানুষ এই ভাইরাসে আক্রান্ত আর প্রাণ হারিয়েছে ১৩ লাখ ৬৪ হাজারের বেশি মানুষ।

 

সূত্রঃ বাংলাদেশ প্রতিদিন