ভারতের সাবেক প্রধানমন্ত্রী রাজীব গান্ধী হত্যাকাণ্ড : ৬ আসামিরই মুক্তির আদেশ


সিল্কসিটি নিউজ ডেস্ক:

ভারতের সাবেক প্রধানমন্ত্রী রাজীব গান্ধী হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত নলিনী শ্রীহরনসহ ছয় আসামিকে মুক্তি দেওয়ার আদেশ দিয়েছেন ভারতীয় সুপ্রিম কোর্ট। শুক্রবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে এনডিটিভি।

এর আগে গভর্নরের কাছে তাদের মুক্তির সুপারিশ করেছিল তামিলনাড়ু সরকার। আজ এ আদেশ দেওয়ার সময় এ সুপারিশের কথা উল্লেখ করেন আদালত।

কারাভোগ করা অন্য আসামিরা হলেন সান্থান, মুরুগান, রবার্ট পায়াস ও রবিচন্দ্রন। এ ছাড়া গত মে মাসে আরেক সাজাপ্রাপ্ত আসামি পেরারিভালানকে মুক্তি দিয়েছিলেন আদালত।

১৯৯১ সালের ২১ মে তামিলনাড়ুর শ্রীপেরমবদুরে আত্মঘাতী বোমা হামলায় নিহত হন রাজীব গান্ধী। আত্মঘাতী বোমা হামলাকারী নারী তামিল টাইগার্স এলটিটিই গ্রুপের সদস্য ছিলেন।

সূত্র: কালবেলা