ভারতের ভয়াল মাইলফলক, আক্রান্ত-মৃত্যু দুটোতেই রেকর্ড

ভারতে করোনাভাইরাস মহামারির প্রকোপ বেড়েই চলেছে। টানা চতুর্থদিন সর্বোচ্চ আক্রান্তের পাশাপাশি এবার মৃত্যুতেও নতুন রেকর্ড গড়েছে দেশটি। গত ২৪ ঘণ্টায় সেখানে মৃত্যুর মিছিলে যোগ দিয়েছেন আরও ২৬০ জন। ফলে ছয় হাজারের কোটা পেরিয়েছে মোট মৃতের সংখ্যা।

 

বৃহস্পতিবার ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেয়া তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন রোগী শনাক্ত হয়েছেন ৯ হাজার ৩০৪ জন। এ নিয়ে সেখানে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ১৬ হাজার ৯১৯ জন। মারা গেছেন মোট ৬ হাজার ৭৫ জন।

ভারতে করোনায় আক্রান্তদের মধ্যে এ পর্যন্ত ১ লাখ ৪ হাজার ১০৬ জন সুস্থ হয়ে উঠেছেন। এখনও চিকিৎসাধীন ১ লাখ ৬ হাজার ৭৩৭ জন।

india

রাজ্যগুলোর মধ্যে এখনও সবচেয়ে বেশি আক্রান্ত মহারাষ্ট্র। সেখানে ৭২ হাজারের বেশি মানুষ করোনা পজিটিভ শনাক্ত হয়েছেন। এরপরেই রয়েছে তামিলনাড়ু, গুজরাট ও দিল্লি। সংক্রমণ বাড়ছে বিহার, পশ্চিমবঙ্গ, ওড়িশা, আসাম, নাগাল্যান্ড, মিজোরাম, সিকিমেও।

বিশ্বের মধ্যে সর্বোচ্চ করোনা সংক্রমিত দেশের তালিকায় বর্তমানে সপ্তম স্থানে রয়েছে ভারত। তবে যে হারে আক্রান্তের সংখ্যা বাড়ছে তাতে শিগগিরই তারা ইতালিকে ছাড়িয়ে ছয় নম্বরে চলে আসবে বলে আশঙ্কা করা হচ্ছে।

 

সুত্রঃ জাগো নিউজ