ভারতকে আটকাতে নতুন পথে চীন!

ভারত চীন সীমান্তে উত্তেজনা বেড়েই চলেছে। এরই মধ্যে গালওয়ান নদীর গতিপথ বদলের চেষ্টা করছে চীন। হাই রেজোলিউশনের উপগ্রহ চিত্রে এ তথ্য উঠে এসেছে।

উপগ্রহ চিত্র অনুযায়ী, ভারত চীন সীমান্তের খুব কাছাকাছি গালওয়ান নদীর কাছে বুলডোজার জড়ো করেছে বেইজিং। যেখানে বুলডোজারগুলো দাঁড় করানো আছে, সেখান থেকে ক্ষীণ ধারায় নদীটি বয়ে যাচ্ছে। সেখানে বুলডোজার দাঁড় করিয়ে কাদামাটি ফেলে নদীর গতিপথ অবরুদ্ধ করা হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। চীন থেকে বয়ে নদীটি লাদাখের উপর দিয়ে বয়ে গিয়েছে। এই নদীর ধারেই ভারতীয় সেনাবাহিনী পাহারায় থাকে।  এ ঘটনাকে কেন্দ্র করে প্রশ্ন উঠতে শুরু করেছে চীনের বিরুদ্ধে। যদিও এ বিষয়ে কিছু বলতে নারাজ চীন।

বিগত ৪৫ বছরের ইতিহাসে প্রাণহানির কুৎসিত নজির গড়েছে গালওয়ান। সম্প্রতি পূর্ব লাদাখে অই উপত্যকায় ভারতীয় ভূখণ্ড রক্ষা করতে গিয়ে শহীদ হয়েছেন ২০ জন ভারতীয় জওয়ান। তারপর থেকেই লাগাতার কাদা ছোড়াছুড়ি চলছে দেশ দুটির মধ্যে।