রবিবার , ১৫ সেপ্টেম্বর ২০২৪ | ২৬শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরি
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

ভাইরাসে আক্রান্ত হওয়ায় ইরাকে যাচ্ছেন না রোনালদো

Paris
সেপ্টেম্বর ১৫, ২০২৪ ৯:২৩ অপরাহ্ণ

সিল্কসিটিনিউজ ডেস্ক :

সব কিছুই ঠিক করা ছিল। এশিয়ান চ্যাম্পিয়নস লিগের ম্যাচ খেলতে ইরাকের বাগদাদে দলের সঙ্গে খেলতে যাবেন ক্রিস্টিয়ানো রোনালদো। আল নাসরের হয়ে খেলতে যাবেন বলে বান্ধবী জর্জিনা রদ্রিগেজেরও ভিসার কাজ সম্পন্ন করে রেখেছিলেন পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী।

কিন্তু বাগদাদে দলের সঙ্গে যাওয়া হচ্ছে না রোনালদোর।

ভাইরাসে আক্রান্ত হওয়ায় তার বিশ্রাম প্রয়োজন বলে জানিয়েছে আল নাসর। ‘সিআর সেভেনের’ না যাওয়ার বিষয়টি নিশ্চিত করে সামাজিক মাধ্যমে এক পোস্ট দিয়েছে ক্লাবটি। সৌদি আরবের ক্লাব লিখেছে,‘আজ আল নাসরের অধিনায়ক ক্রিস্টিয়ানো রোনালদো সুস্থ বোধ করছেন না। সে ভাইরাল সংক্রমণে আক্রান্ত হয়েছে।

দলীয় চিকিৎসক নিশ্চিত করেছে তার ঘরে থেকে বিশ্রাম নেওয়া প্রয়োজন। যার ফলে সে আজ দলের সঙ্গে ইরাক যাচ্ছে না। আমরা দলের অধিনায়কের দ্রুত সুস্থতা কামনা করছি।’

এশিয়া মহাদেশের শ্রেষ্ঠত্বের মঞ্চে ইরাকের ক্লাব আল শর্তার বিপক্ষে প্রথম ম্যাচ খেলবে আল নাসর।

হঠাৎ অসুস্থ হওয়ায় এখন দলের অধিনায়ককে ছাড়াই আগামীকাল খেলতে হবে তাদের। গত বছর আল আইনের কাছে পেনাল্টি শুট আউটে হেরে টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনালে যাত্রাপথ থেমে যায় আল নাসরের। অন্যদিকে দুই দলের সবশেষ দেখায় রোনালদোর গোলেই আরব ক্লাব চ্যাম্পিয়নস কাপে শর্তাকে হারিয়েছিল আল নাসর।

 

সূত্র: কালের কণ্ঠ

সর্বশেষ - খেলা