ভর্তি পরীক্ষাকে কেন্দ্র করে রাবি ছাত্রলীগের কর্মসূচী

রাবি প্রতিনিধি:
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০২২-২০২৩ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা আজ শেষ হয়েছে। এর আগে গত ২৯ মে ‘বি’ ইউনিটের পরীক্ষার মধ্যে দিয়ে এবারের ভর্তি পরীক্ষা শুরু হয়। গতকাল ৩০ মে ‘এ’ ইউনিটের পরীক্ষা শেষ হয়েছে এবং আজ ৩১ মে ‘সি’ ইউনিটের পরীক্ষার মধ্যে দিয়ে এবারের তিনদিনের ভর্তিযুদ্ধ শেষ হয়েছে।
পরীক্ষা চলাকালে রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা ক্যাম্পাসের বিভিন্ন চত্বরে খাবার পানি, স্যালাইন বিতরণ, কলম বিতরণ করেছে। এছাড়াও ভর্তি পরীক্ষা চলাকালে অভিভাবকদের বিশ্রামের জায়গা করেছেন তারা।
বগুড়া থেকে আসা ভর্তিচ্ছু ফারহানা ইয়াসমিন দিনা বলেন, ‘রাজশাহীতে প্রচন্ড গরম। ওনাদের হাতে পানি দেখে ভাবলাম বিক্রি করতেছে। জিজ্ঞেস করলে তারা পানির বোতল দিয়ে বলে আমরা ছাত্রলীগের পক্ষ থেকে ফ্রী পানি দিচ্ছি ক্যাম্পাসে। এই গরমে এটা অবশ্যই ভালো উদ্যোগ।’
আব্দুস সোবহান নামের এক অবিভাবক তার মেয়েকে নিয়ে এসেছেন রাবিতে ভর্তি পরীক্ষা  দিতে । তিনি বলেন, ‘আমার প্রেসার আছে। এই অসহনীয় গরমের মধ্যে আমি হাসফাস করছিলাম। এমন সময় কয়েকজন এসে আমার হাতে পানির বোতল দিয়ে বললেন পানি টা রাখেন আর কোনো সমস্যা হলে জানাবেন। ‘
সরেজমিনে দেখা যায় তারা পানির বোতলের কেস নিয়ে ক্যাম্পাসের বিভিন্ন জায়গায় ঘুরে পানি বিনামূল্যে পানি বিতরণ করছে।
এ বিষয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি গোলাম কিবরিয়া বলেন, ‘প্রতি বছরের ন্যায় এবারও আমরা ভর্তিচ্ছুসহ গার্ডিয়ানদের জন্য কাজ করেছি। এটা নীতি নৈতিকতার জায়গা এবং ছাত্রলীগের ঐতিহ্য।’