বড়াইগ্রামে নির্বাচনী সহিংসতা সৃষ্টির অভিযোগে দুজন গ্রেফতার

বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি:
নাটোরের বড়াইগ্রামের জোনাইল ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোটারদের ভীতি প্রদর্শন ও সহিংসতা সৃষ্টির অভিযোগে কমিউনিটি হেল্থ কেয়ার প্রোভাইডারসহ দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার(০৩ নভেম্বর) রাত ১১টার দিকে রামেশ্বরপুর শান্তিপাড়া এলাকা থেকে বাঁশের লাঠি ও চেইনসহ তাদেরকে গ্রেফতার  করা হয়।
বৃহস্পতিবার(০৪ নভেম্বর) তাদেরকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
গ্রেফতারকৃতরা হলেন-জোনাইল ইউনিয়নের সংগ্রামপুর কমিউনিটি ক্লিনিকের হেলথ কেয়ার প্রোভাইডার (সিএইচসিপি) ও দিঘইর গ্রামের আব্দুল আজিজের ছেলে সেলিম হোসেন (৪০) এবং একই গ্রামের মৃত তোফাজ্জল হোসেন তোফার ছেলে রায়হান আলী (৩০)। তারা দুজনই বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী আবুল কালাম আজাদের (ঘোড়া) নির্বাচনী কর্মী বলে জানা গেছে।
বড়াইগ্রাম থানার ওসি নজরুল ইসলাম মৃধা জানান, বুধবার রাতে বেশ কয়েকজন যুবক রামেশ্বরপুর এলাকায় গিয়ে কয়েকজন দোকানদারসহ অন্যদের ভয়ভীতি প্রদর্শনসহ সহিংসতা সৃষ্টির পায়তারা করছিল। এ সময় খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে তাদের দুজনকে হাতেনাতে গ্রেফতার করে। এ সময় অন্যরা দ্রুত পালিয়ে যাওয়ায় তাদেরকে গ্রেফতার করা সম্ভব হয়নি। পরে তাদের নামে মামলা দিয়ে জেলহাজতে পাঠানো হয়েছে।
জেএ/এফ