বড়দিন বা থার্টি ফার্স্টে বড় ধরনের নাশকতার পরিকল্পনা ছিল জঙ্গিদের’

সিল্কসি্িটিনিউজ ডেস্ক :

আশকোনায় নিহত জঙ্গিদের বড়দিন অথবা থার্টি ফার্স্ট নাইটে বড় ধরনের নাশকতার পরিকল্পনা ছিল বলে জানিয়েছেন পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্স ন্যাশনাল ক্রাইম ইউনিটের (সিটিটিসি) প্রধান মনিরুল ইসলাম। রবিবার আশকোনায় জঙ্গি আস্তানার সামনে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

মনিরুল ইসলাম বলেন, ‘আশকোনায় জঙ্গি আস্তানায় নিহত নারী ইকবাল নামে এক  ব্যক্তির স্ত্রী ছিলেন। ক্যানসারে ইকবালের মৃত্যু হওয়ার পর সন্ত্রাসী সুমন নামে আরেক ব্যক্তির সঙ্গে বিয়ে হয় ওই নারীর। মূলত সুমনই এই নারীকে জঙ্গিবাদে দীক্ষিত করে। আর যে মেয়েটি ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছে, সে ওই নারীর আগের সংসারের মেয়ে।’

তিনি বলেন, ‘আমরা গ্রেফতারকৃতদের কাছ থেকে যে তথ্য পেয়েছি এবং আগের তথ্য-উপাত্তের মাধ্যমে নিশ্চিত হয়েছি, নিহত নারী সুমনের স্ত্রী এবং নিহত কিশোর ছেলেটি আজিমপুরের নিহত তানভীর কাদের সিদ্দিকীর ছেলে।’ তিনি আরও বলেন, ‘আমরা গতকাল অভিযান শেষ করেছি। আজকে বিস্ফোরক নিষ্ক্রিয়ের কাজ করেছি। এ পর্যন্ত ১৭টি গ্রেনেড নিষ্ক্রিয় করা হয়েছে। আর তিনটি রিভলবার উদ্ধার করা হয়েছে।’

মনিরুল ইসলাম বলেন, ‘জঙ্গিরা এখানে বিপুল পরিমাণ বিস্ফোরক মজুত করে রেখেছিল। ধারণা করা হচ্ছে, তারা বড়দিন অথবা থার্টি ফার্স্ট নাইটে বড় ধরনের  নাশকতার পরিকল্পনা করেছিল।’

আস্তানার ভেতরে যে ছেলেটি মারা গেছে তার সম্পর্কে সিটিটিসি প্রধান বলেন, ‘ওই ছেলেটির হাতে একটি রিভলবার এবং পাশেই আরেকটি রিভলবার পড়েছিল। হয় সে  আত্মহত্যা করেছে অথবা আমাদের আক্রমণে তার মৃত্যু হয়েছে।’ মনিরুল ইসলাম  আরও বলেন, ‘ইমতিয়াজ পরিচয়ে যে ব্যক্তি আশকোনার বাড়ি ভাড়া নিয়েছিল, সে জঙ্গি নেতা মইনুল ইসলাম মূসা। সে জেএমবির প্রধান নেতা না হলেও নব্য জেএমবির অন্যতম প্রধান নেতা।’

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আত্মসমর্পণকারী জঙ্গি নারীদের কাছ থেকে আমরা জানতে পেরেছি, জঙ্গি আস্তানায় ১২ লাখ টাকা ছিল। সেই টাকা তারা পুড়িয়ে দিয়েছে। এছাড়া ল্যাপটপ ও অন্যান্য ডকুমেন্টও তারা পুড়িয়েছে। সে আলামতও আমরা পেয়েছি।’ তিনি আরও বলেন, ‘বিস্ফোরক নিষ্ক্রিয় করার পরে ছেলেটির লাশ ঢামেকে পাঠানোর প্রক্রিয়া শুরু করেছি।এ ঘটনায় দক্ষিণখান থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করা হবে।’

জঙ্গিদের হামলার পরিকল্পনার বিষয়ে সাংবাদিকদের অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘সুইসাইডাল ভেস্ট পরে আত্মহত্যা করা নারী ও তার সঙ্গে থাকা মেয়েটিকে দিয়ে আত্মঘাতী হামলা চালানোর পরিকল্পনা ছিল তাদের।’

সূত্র: বাংলাট্রিবিউন