বৃহস্পতিবার , ২৪ আগস্ট ২০২৩ | ১৫ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরি
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

ব্রিকসের পরিধি বাড়াতে সম্মত ভারত, আসবে নতুন সদস্য নেওয়ার ঘোষণা

Paris
আগস্ট ২৪, ২০২৩ ১১:০৭ পূর্বাহ্ণ

সিল্কসিটি নিউজ ডেস্ক :

ভারত, চীন, দক্ষিণ আফ্রিকা, রাশিয়া এবং ব্রাজিলকে নিয়ে গঠিত বৈশ্বিক জোট ব্রিকসের পরিধি বাড়ানো হবে নাকি হবে না— এ নিয়ে দ্বিধাদ্বন্দ্বে ছিল ভারত। তবে ভারতীয় প্রধামন্ত্রী নরেন্দ্র মোদি চলমান ব্রিকস শীর্ষ সম্মেলন-২৩ এ বলেছেন, এই জোটের পরিধি বাড়ানোর ক্ষেত্রে নয়াদিল্লির পূর্ণ সমর্থন রয়েছে।

মঙ্গলবার ২২ আগস্ট থেকে দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে শুরু হয় তিনদিনের এ শীর্ষ সম্মেলন। এতে রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন ছাড়া বাকি চার দেশের সরকার প্রধানরা স্বশরীরে অংশ নেন।

বুধবার (২৩ আগস্ট) জোটের শীর্ষ নেতারা বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। এরমধ্যে ছিল রাশিয়া-ইউক্রেন যুদ্ধ, ব্রিকসের পরিধি বাড়ানো এবং ডলারবিহীন লেনদেনের বিষয়টি।

আর পরিধি বাড়ানোর বিষয়টি নিয়ে কথা বলার সময় মোদি বলেছেন, ‘ব্রিকসের সদস্য বাড়ানোর বিষয়টিকে ভারত পূর্ণ সমর্থন করে। ঐক্যমতের ভিত্তিতে আমরা এ ব্যাপারে কাজ করার বিষয়টিকে স্বাগত জানাই।’

ব্রিকসের পরিধি বাড়াতে সবচেয়ে বেশি চেষ্টা চালাচ্ছে জোটটির সবচেয়ে শক্তিশালী অর্থনীতির দেশ চীন। দেশটির প্রেসিডেন্ট শি জিনপিং সদস্য বৃদ্ধির বিষয়ে বলেছেন, ‘নিজেদের শক্তি ও জ্ঞান বাড়িয়ে বৈশ্বিক শাসনকে আরও ন্যায় ও ন্যায়সঙ্গত করতে আমাদের ব্রিকসের পরিধি বাড়ানোর প্রক্রিয়া ত্বরান্বিত করতে হবে।’

দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা জানিয়েছেন, নতুন সদস্য অন্তর্ভুক্তির বিষয়ে দ্রুতই ঘোষণা দেওয়া হবে। তিনি আরও জানিয়েছেন, এ ব্যাপারে সম্মেলনে উপযুক্ত সময়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

এদিকে এ সম্মেলনের আগে জানা গিয়েছিল ভারত-ব্রাজিল ব্রিকসে নতুন সদস্য অন্তর্ভুক্তিতে রাজি নয়। তবে চীন এ ব্যাপারে শুরু থেকেই কাজ করে আসছে। চীন চায় জোটের পরিধি বাড়ুক এবং এটি অন্যান্য বৈশ্বিক জোটের সমান শক্তি অর্জন করুক।

সর্বশেষ - আন্তর্জাতিক