ব্রাজিলে একদিনে করোনায় সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড

ব্রাজিলে ২৪ ঘণ্টায়  সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড করা হয়েছে ৪ হাজার ১৯৫ জন যা এ যাবতকালের  মধ্যে সর্বোচ্চ মৃত্যু। এই নিয়ে সর্বমোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৩ লাখের বেশি যা সারা বিশ্বের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ।

ব্রাজিলের বেশ কিছু শহরে হাসপাতাল গুলোতে রোগীর জায়গা মিলছে না। অনেকে চিকিৎসার অভাবে মারা যাচ্ছে। মোট কথা দেশের স্বাস্থ্য ব্যবস্থা ধ্বংসের কবলে চলে গিয়েছে। এই পরিস্থিতির পরেও লকডাউন দিতে নারাজ প্রেসিডেন্ট জেইর বলসোনারো। তিনি বলছেন, লকডাউনের ফলে যে অর্থনৈতিক ক্ষতি হবে তা ভাইরাসের চেয়েও মারাত্বক হবে। তবে গতকালের মৃত্যু পরিস্থিতি নিয়ে কোন মন্তব্য করেননি বলসোনারো।

এখন পর্যন্ত ব্রাজিলের স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুসারে করোনা সংক্রমিত হয়েছে ১ কোটি ৩০ লাখের বেশি মানুষ। শুধুমাত্র মার্চ মাসেই মারা গেছেন ৬৬ হাজার ৫৭০ জন যা গেলো মাসের তুলনায় দ্বিগুণ।

 

সুত্রঃ কালের কণ্ঠ