‘বোলারদের ব্যাটিং শেখাতে আগ্রহী সিডন্স’

স্পোর্টস ডেস্ক :

যারা বোলার হিসেবে একাদশে খেলেন তাদের মূল কাজটা থাকে বল হাতে পারফর্ম করা। তারপরও প্রয়োজনে লেজের সারির ব্যাটারদেরও দলে অবদান রাখতে দেখা যায়। তবে বাংলাদেশের ক্রিকেটে এমন ঘটনা বিরল। তবে দেশের ক্রিকেটে উন্নতির সঙ্গে পরিবর্তন আসছে এই জায়গায়ও। তারই ধারাবাহিকতায় আজ অনুশীলনে দেখা মিলল ব্যাটার খালেদ আহমেদের! ‘এ’ দলের সঙ্গে থাকা কোচ জেমি সিডন্সের তত্বাবধায়নে সিলেটে নিজের ব্যাটিংয়ে শান দিয়েছেন এই পেসার।

রোববার সিলেটে বাংলাদেশ ‘এ’ দলের সঙ্গে অনুশীলন শেষে গণমাধ্যমকে নিজের ব্যাটিং নিয়ে খালেদ বলেন, ‘দেখেন এটাতো প্রক্রিয়ার ব্যাপার। দেখেন আমরাতো বোলার যত বেশি বল করবো তত লাইন লেংথ ঠিক হবে। তেমনি ব্যাটিংও যত বেশি করবেন তত আপনার ব্যাটিং ঠিক হবে। আমরা এরকমই চেষ্টা করছি। জেমি (সিডন্স) আমাদের নিয়ে অনেক সচেতন। আমাদের ব্যাটিং নিয়ে অনেক কাজ করতে চায়।’

‘বোলারদের বিশেষ করে ও অনেক যত্ন নেয়। আগে ব্যাটিং দেয় সাথে নিজে থেকে বলে দেয় কি করতে হবে। এই জিনিসটা ভালো। কারণ টেল এন্ডাররাও কিন্তু দলের একটা অংশ। নিচের দিকের রানগুলো অনেক গুরুত্বপূর্ণ। আমরাও চেষ্টা করি ভালো কিছু করার।’- আরও যোগ করেন খালেদ।

যেকোনো কোচের অধীনে কাজ করার সুযোগ পেলে সেটা লুফে নেয়ার চেষ্টা করেন খালেদ। তিনি বলেন, ‘যেখানেই সুযোগ পাই, যে কোচের অধীনেই সুযোগ পাই কাজ করতে পছন্দ করি। সবার কাছ থেকেতো সব কিছু নেওয়া সম্ভব না। আমার কাছে যেটা মনে হয়, ওটাই নিই। এমনকি আমি জোর করে কিছু করতে চাই না যে এটা করলে এটা হবে। উনারা যে সাজেশন দেয় আমি ভেবে দেখি এটা আমার জন্য ভালো হবে কিনা, হলে আমি ওটা নিই। অন্য কিছু চেষ্টা করি না।’

আয়ারল্যান্ডের বিপক্ষে টেস্ট শেষে খালেদকে কি পরামর্শ দিয়েছিলেন প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে, এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘সাজেশন বলতে কি (হেড কোচের), আমার রিস্ট পজিশন, সামনে কি করলে ভালো করা যাবে, উইকেট নেওয়া যাবে অনেক কিছু বলছে আরকি। এগুলো প্রকাশ্যে না বলাই ভালো।’