বৈরুতে এক সপ্তাহে তৃতীয়বার ভয়াবহ অগ্নিকাণ্ড

লেবাননের রাজধানী বৈরুতে এক সপ্তাহে তৃতীয়বারের মতো অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার শহরের সুপরিচিত একটি বহুতল ভবনে আগুন লেগেছে। তবে এর কারণ এখনো জানাযায়নি।

আলজাজিরার খবরে বলা হয়েছে, প্রয়াত ইরাকি বংশোদ্ভুত ব্রিটিশ স্থপতি জাহা হাদিদের নকশা করা ভবনটি এখনও নির্মাণাধীন। এরই মধ্যে ওভাল-আকৃতির ভবনটিতে আগুন লেগেছে।

শহরের বাসিন্দা ৪৮ বছর বয়সী জো সায়েঘ বলেছেন, ‘এটা ভয়ঙ্কর, অবিশ্বাস্য। প্রত্যেক দিন আমরা সমস্যার মুখোমুখি হচ্ছি।’

লেবানিজ সংবাদমাধ্যম আল জাদিদের প্রকাশিত ছবিতে ১ লাখ বর্গমিটারের শপিং মল ভবনটির ভেতর থেকে ধোঁয়ার বিশাল কুণ্ডলী বের হতে দেখা গেছে। একজন বেসামরিক প্রতিরক্ষা কর্মকর্তা বলেছেন, তারা আগুন নেভাতে পেরেছেন। এ ঘটনার তদন্ত করা হবে। এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

গত মাসে বৈরুত বন্দরে ভয়াবহ বিস্ফোরণে প্রায় ২০০ মানুষ নিহত হন, আহত হয়েছেন ছয় হাজারের বেশি মানুষ।এমন অবস্থায় আতঙ্কিত শহরের বাসিন্দারা।

বৈরুত বন্দরে গত মাসে অগ্নিকাণ্ডের পর এক সপ্তাহে এটি তৃতীয় অগ্নিকাণ্ডের ঘটনা। গত বৃহস্পতিবার ভয়াবহ আগুনে স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছিল। এ মাসের শুরুতেও আরেকটি আগুন লাগে এবং তা দ্রুত নিভিয়ে ফেলা হয়। এসব অগ্নিকাণ্ডের কারণ এখনও অজানা।

ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন. pic.twitter.com/Ahs1pIc0bf