বৈরী আবহাওয়াতেও রাজশাহীতে মার্কেটমুখী হওয়ার চেষ্টা ক্রেতাদের, ধরে ধরে শাস্তি

সিল্কসিটিনিউজ
ছবি-আজম খান

নিজস্ব প্রতিবেদক:

ঘূর্ণিঝড় আমফানের প্রভাব এখনো কাটেনি। রাতে তাণ্ড চালানোর পরে এখনো রাজশাহীর আকাশ কালো হয়েছে মেঘে। কিন্তু সেই বৈরী আবহাওয়াতেও সকালেই রাজশাহীতে কেনাকাটা করতে মার্কেটমুখী হওয়ার চেষ্টা করেন ক্রেতারা। এছাড়াও দোকান খুলে দেখাতে না করার চেষ্টা করেন ব্যবসায়ীরা।

প্রশাসনের কড়া পদক্ষেপে সেই চেষ্টা ব্যর্থ হয় তাদের। এসময় ব্যবসায়ীসহ অযথা রাস্তায় বের হওয়া পথচারীদের জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।

সিল্কসিটিনিউজ
ছবি-আজম খান

প্রশাসনের নির্দেশ অমান্য করে দোকানপাট খোলা রাখায় ব্যবসায়ীদের জরিমানা করা হয়। এছাড়াও ক্রেতারা মার্কেটে যাওয়ার চেষ্টা করায় তাদেরকেও জরিমানা করা হয়। অনেকে রাস্তার মধ্যে শাস্তি হিসেবে দাঁড়িয়ে রাখা হয়।

নগরীর বোয়ালিয়া থানার ওসি নিবারণ চন্দ্র বর্মণ সিল্কসিটি নিউজ কে বলেন রাজশাহী নগরীতে প্রশাসনের নির্দেশ অমান্য করে যিনিই দোকান খুলবেন, তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

এছাড়াও অযথা রাস্তায় বের হওয়া পথচারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হচ্ছে। করণা প্রতিরোধে যা যা করার দরকার পুলিশ প্রশাসন তাই করবে।

স/আর